Buxa Tiger Reserve: এবার কি বক্সায় গেলেই দেখা মিলবে রয়্যাল বেঙ্গল টাইগারের? আলাদা-আলাদা পায়ের ছাপে উচ্ছ্বসিত বন দফতর

Last Updated:

Buxa Tiger Reserve: ক্যামেরায় ধরা পড়া বাঘ বক্সা টাইগার রিজার্ভের পূর্ব বিভাগ দিয়ে ভুটানে ফিরে গিয়েছে বলেও জানিয়েছে বন দফতর।

উত্তরের জঙ্গলে কত বাঘ?
উত্তরের জঙ্গলে কত বাঘ?
রাজকুমার কর্মকার, আলিপুরদুয়ার: বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে আরও বাঘের ছবি ধরা পড়ল। তবে একই রয়্যাল বেঙ্গল টাইগারের একাধিক ছবি মিলেছে বলে জানিয়েছে বন দফতর। সব ছবিই খতিয়ে দেখছে বন দফতর। ইতিমধ্যেই বাঘের পায়ের ছাপ দেখে জঙ্গলে ডোরাকাটার সম্ভাব্য চলাফেরার রুট নির্ধারণ করেছে বন দফতর।
ক্যামেরায় ধরা পড়া বাঘ বক্সা টাইগার রিজার্ভের পূর্ব বিভাগ দিয়ে ভুটানে ফিরে গিয়েছে বলেও জানিয়েছে বন দফতর। ওই পথে নিরাপত্তাও বাড়িয়েছে বক্সা টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ। বক্সা টাইগার রিজার্ভের উপক্ষেত্র অধিকর্তা ডা: হরিকৃষ্ণণ বলেন, “আমরা একই বাঘের একাধিক ছবি পেয়েছি। একাধিক পায়ের ছাপও মিলেছে। বাঘটি বক্সা ছেড়ে চলে গেছে।“
উল্লেখ্য ২০২১ সালের পর ২০২৩ সালে বক্সাতে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ক্যামেরা বন্দি হয়। তার পরে ২০২৬ সালের ১৫ জানুয়ারি ফের একটি বিশালাকার পুরুষ রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ক্যামেরা বন্দি হয়। সেই বাঘের একাধিক ছবি ও পায়ের ছাপও পায় বন দফতর। বক্সাতে বাঘের ছবি ক্যামেরা বন্দি হওয়ায় উচ্ছ্বসিত রাজ্য বন দফতর।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Buxa Tiger Reserve: এবার কি বক্সায় গেলেই দেখা মিলবে রয়্যাল বেঙ্গল টাইগারের? আলাদা-আলাদা পায়ের ছাপে উচ্ছ্বসিত বন দফতর
Next Article
advertisement
Sunderban Tourist Death: লঞ্চে রাত কাটাতে গিয়ে পা পিছলে মাতলায়, সুন্দরবনে চার দিন পর নদীতে ভেসে উঠল পর্যটকের দেহ!
লঞ্চে রাত কাটাতে গিয়ে পা পিছলে মাতলায়, সুন্দরবনে চার দিন পর নদীতে ভেসে উঠল পর্যটকের দেহ!
  • সুন্দরবনের নদীতে ভেসে উঠল পর্যটকের দেহ৷

  • মাতলা নদীতে রাত কাটাতে গিয়ে দুর্ঘটনা৷

  • মৃত্যু গড়িয়ার বাসিন্দা সুমন পালের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement