Boat Accident: জলেই গেল ১০০ বস্তা ধান! পাথরপ্রতিমায় নৌকা উল্টে বিপত্তি, কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

Last Updated:

Boat Accident: নৌকা উল্টে ধান নদীতে পড়ে যাওয়ার কারণে নষ্ট হয়ে গিয়েছে। ক্ষতি হয়েছে কয়েক লক্ষ টাকার।

উল্টে যাওয়া নৌকা
উল্টে যাওয়া নৌকা
পাথরপ্রতিমা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিকঃ পাথরপ্রতিমার কে প্লটে উল্টে গেল ধানবোঝাই নৌকা। তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মা বিশালক্ষ্মী নামের ওই ট্রলার থেকে শতাধিক বস্তা ধান নদীতে পড়ে নষ্ট হয়ে যায়। কী কারণে এই নৌকা উল্টে গিয়েছিল তা এখনও জানা যায়নি। তবে নৌকাটি ঘাটের কাছে ছিল বলেই খবর।
ধান ভর্তি করে রায়দিঘি জেটির দিকে আসছিল দুর্ঘটনাগ্রস্ত নৌকাটি। সেখান থেকে ধান বিক্রি করা হত। তবে নদীতেই সেটি উল্টে যাওয়ায় এখন নৌকা সোজা করে তোলার চেষ্টা করা হচ্ছে। তবে ধান নদীতে পড়ে যাওয়ার কারণে নষ্ট হয়ে গিয়েছে। ক্ষতি হয়েছে কয়েক লক্ষ টাকার।
আরও পড়ুনঃ রঙ, রেখা ও গানে গাঁথা ঐতিহ্য! পিংলার পটচিত্রে বেঁচে আছে বাংলার লোকসংস্কৃতি, নবরূপে জয় করছে মানুষের মন
নৌকাটি উল্টে যাওয়ার সময় তাতে থাকা অন্যান্য কর্মীরা লাফিয়ে পড়ে প্রাণে বাঁচেন। উল্টে যাওয়া নৌকাটি ভারবহন ক্ষমতার বেশি ধান বহন করছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই এলাকা থেকে নৌকায় করে রায়দিঘিতে ধান নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর অনেকেই এভাবে ধান নিয়ে যেতে চাইছেন না।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উল্লেখ্য, এই এলাকায় একটি ব্রিজ রয়েছে সেই ব্রিজ দিয়ে সরাসরি বাজারে নিয়ে যাওয়া যায়। কিন্তু তাতে খরচ অনেকটাই বেশি হয়। নৌকায় করে নিয়ে গেলে সেই খরচ অনেকটাই কমে, সেই সঙ্গেই সময়ও বাঁচে। তবে এই ঘটনার পর আতঙ্কিত বোট মালিকরা। তাঁরা জানিয়েছেন, অনেকসময় নৌকার ভার বেশি হয়ে গেলে এই সমস্যা হয়। মালিক ও বিক্রেতা দু-পক্ষকেই সঠিক ওজন নিয়ে আলোচনা করতে হবে বলে জানিয়েছেন তাঁরা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Boat Accident: জলেই গেল ১০০ বস্তা ধান! পাথরপ্রতিমায় নৌকা উল্টে বিপত্তি, কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি