পশ্চিম বর্ধমান: আসানসোল এবং ঝাড়খণ্ড সীমান্তে অবস্থিত ডুবুরডি চেকপোস্ট। এই চেকপোস্টে বছরের বেশিরভাগ সময় নাকা চেকিং চলে। কারণ এই চেকপোস্ট দিয়ে প্রতিদিন ঝাড়খণ্ডের বহু পণ্যবাহী গাড়ি বাংলায় প্রবেশ করে। এদিকে নাকা চেকিং এবং অতিরিক্ত গাড়ির কারণে এখানে সবসময় যানজট লেগেই থাকে। যার ফলে অবরুদ্ধ হয়ে পড়ে এলাকার রাস্তা। এই বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে বিরক্ত। অবশেষে আসানসোল পুরসভার উদ্যোগে এই যানজট সমস্যার সমাধান হতে চলেছে। সেখানে একটি বিকল্প পার্কিংয়ের বন্দোবস্ত করতে চলেছে পুর কর্তৃপক্ষ।
সম্প্রতি ডুবুরডি চেকপোস্ট পরিদর্শন করেছেন আসানসোল পুরসভার ডেপুটি মেয়র সহ অন্যান্যরা। চেকপোস্ট সংলগ্ন এলাকাটি তাঁরা খতিয়ে দেখেন। তারপরে ডুবুরডি চেকপোস্টের পাশে যে সরকারি জায়গাটি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, সেখানে বিকল্প পার্কিং গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পার্কিং গড়ে উঠলে পণ্যবাহী গাড়ি চালকরা সেখানে গাড়ি রাখতে পারবেন। যার ফলে রাস্তায় যানজট কমবে। যার ফলে এলাকার মানুষের অনেকটাই সুবিধা হবে।
আরও পড়ুন: মাথাভাঙায় চলছে জমজমাট শিবরাত্রির মেলা
অন্যদিকে ডুবুরডি চেকপোষ্টের কাছে কোনও শৌচালয় ছিল না এতদিন। তাই প্রবল সমস্যায় পড়তে হত গাড়ি চালকদের। আবার গাড়ি চালকরা আশপাশে জায়গাগুলিকে শৌচালয় হিসেবে বেছে নেওয়ায় সমস্যায় পড়ত এলাকার মানুষ। এই বিষয়টি নিয়েও পৌরনিগমের কাছে আবেদন জানিয়েছিলেন স্থানীয়রা। তাই এই চেকপোস্টের কাছে একটি শৌচালয় তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে।
নয়ন ঘোষ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।