Paschim Bardhaman News: মকর সংক্রান্তিতে পুণ্যার্থীদের ভিড় দামোদরে, ঠান্ডা উপেক্ষা করেই ডুব
- Published by:Debalina Datta
- hyperlocal
Last Updated:
দামোদরেও দেখা গেল মকর সংক্রান্তির পূণ্য স্নান। মকর সংক্রান্তির ভোরে সিলামপুরে স্নান করার ভিড় জমিয়েছিলেন মানুষ।
#পশ্চিম বর্ধমান : মকর সংক্রান্তিরতে পূণ্য স্নান করতে গঙ্গাসাগর কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছে। প্রচুর সংখ্যক মানুষ ভিড় করেছিলেন অজয় নদীর ঘাটে। তবে দামোদরেও দেখা গেল মকর সংক্রান্তির পূণ্য স্নান। মকর সংক্রান্তির ভোরে প্রচুর মানুষ কাঁকসার সিলামপুরে মকর সংক্রান্তির স্নান করার ভিড় জমিয়েছিলেন। প্রত্যেক বছরই কাঁকসার সিলামপুরে দামোদরের এই ঘাটে পুণ্যার্থীদের ভিড় জমে পূণ্য স্নান করার জন্য। এই বছরও সেই ছবির অন্যথা হয়নি।
মকর সংক্রান্তি উপলক্ষে রবিবার কাঁকসার সিলামপুরে দামোদর নদের পাড়ে মকর স্নান করার জন্য সকাল থেকেই ভিড় জমিয়েছেন ভক্তরা। কাঁকসা সহ পানাগড় ও আশেপাশের বহু গ্রামের মানুষ দামোদর নদে মকরের পূর্ণ স্নান করেছেন।
advertisement
যদিও আগে থেকেই দুর্গাপুর ব্যারেজ থেকে দামোদর নদে জল ছাড়ার পরিমাণ কম রাখা হয় মকর সংক্রান্তির আগে। এর ফলে দামোদর নদে জলের স্রোত তেমন ছিল না। যদিও দুর্ঘটনা রুখতে, গোটা দামোদর নদের ঘাটের চার পাশে কড়া নজরদারি ছিল পুলিশের। মোতায়ন করা হয়েছিল কাঁকসা থানার পুলিশ কর্মীদের।
advertisement
আরও পড়ুন - সাজানো হল স্ত্রী ও শ্যালিকা গুপ্তধণের সন্ধানে পুলিশের কামাল ব্লু প্রিন্ট, কোটি টাকার জিনিস নিয়ে বড় খোঁজ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিগত বেশ কয়েক বছর এই ঘাটে করতে মকর স্নান করতে গিয়ে একাধিক দুর্ঘটনা হয়েছে। যার কারণে পুলিশ কর্মীরা, বারবার মাইকিং করে পুণ্যার্থীদের গভীর জলে না নামার জন্য সচেতন করেছেন। জলের স্রোত কম থাকলেও দুর্ঘটনা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ এই পদক্ষেপ করেছে। তাছাড়া গত দু'বছর করোনার জন্য তেমনভাবে মকর স্নানের ভিড় দেখা যায়নি। তবে এবছর বেলা যত বেড়েছে, সঙ্গেসঙ্গে মকর স্নানের জন্য পুণ্যার্থীদের ভিড় বাড়তে দেখা গিয়েছে সিলামপুর সংলগ্ন দামোদর ঘাটে।
advertisement
Nayan Ghosh
Location :
Kolkata,West Bengal
First Published :
January 15, 2023 6:00 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: মকর সংক্রান্তিতে পুণ্যার্থীদের ভিড় দামোদরে, ঠান্ডা উপেক্ষা করেই ডুব