সাজানো হল স্ত্রী ও শ্যালিকা গুপ্তধণের সন্ধানে পুলিশের কামাল ব্লু প্রিন্ট, কোটি টাকার জিনিস নিয়ে বড় খোঁজ

Last Updated:

মাটির নিচ থেকে উদ্ধার হওয়া কোটি টাকার জিনিস রাখা হয়েছিল লুকিয়ে, ফাঁদ পাততেই পরল জালে 

+
উদ্ধার

উদ্ধার হওয়া প্রত্নতাত্ত্বিক নিদর্শন

#উত্তর ২৪ পরগনা: বাড়ির মধ্যেই লুকিয়ে রাখা হয়েছিল বহু প্রাচীন মূল্যবান নিদর্শন। যার আনুমানিক মূল্য প্রায় কয়েক কোটি টাকা বলেই মনে করা হচ্ছে। রীতিমতো জাল বিছিয়ে উদ্ধার করা হল এই প্রাচীন সম্পদ।
আর এই অমূল্য সম্পদ উদ্ধারের পিছনে বিশেষ ভূমিকা পালন করলেন অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল অ্যান্ড অফিসিয়াল ট্রাস্টি অফ ওয়েস্ট বেঙ্গলের আধিকারিকরা। জানা গিয়েছে, হাইকোর্ট ও বিশেষ এই দপ্তরের সহযোগিতায় একটি মিউজিয়াম তৈরির পরিকল্পনা রয়েছে। আর তাই বিভিন্ন জায়গায় ঘুরে নানা ঐতিহাসিক নিদর্শন, প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র সহ অ্যান্টিক জিনিসের একত্রীকরণের কাজ চলছিল। সেই সূত্র ধরেই কয়েকদিন আগে উত্তর ২৪ পরগনা জেলার ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থান চন্দ্রকেতুগড়ে আসেন বিশেষ ওই দল।
advertisement
advertisement
সেখানেই স্থানীয় মানুষদের সাথে কথা বলে তারা জানতে পারেন, চন্দ্রকেতুগড়ে খননের সময় মাটির তলা থেকে বেরিয়ে আসা প্রাচীন নানা জিনিস এখানকার স্থানীয় মানুষ নিজেদের কাছে রেখে দিয়েছেন। এরকমই একজনের নাম তাদের কাছে উঠে আসে। এরপরই খোঁজ খবর নেওয়া শুরু হয় এলাকায়। সে ক্ষেত্রে পুলিশেরও সহযোগিতা নেওয়া হয়েছে বলেও জানানো হয়। এরপরই ঘটনার সত্যতা যাচাই করে রীতিমতো জাল বিস্তার করা হয়। নির্দিষ্ট ওই ব্যক্তিকে চিহ্নিত করে এরপর অ্যান্টিক জিনিস কেনার টোপ দেওয়া হয় হাতেনাতে ধরতে। যাতে বিন্দুমাত্র সন্দেহ না হয় তার জন্য ওই আধিকারিকের সঙ্গে দফতরের এক মহিলাকে তার স্ত্রী ও অপর একজনকে শ্যালিকা বানিয়ে প্রাচীন মূল্যবান প্রত্নতাত্ত্বিক জিনিস উদ্ধারের অপারেশনে নামে হয়।
advertisement
এই গোটা অপারেশনের পিছনে কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার থেকে শুরু করে জেলা পুলিশ সুপার সকলেই ছিলেন বলেও জানানো হয়। অবশেষে মেলে সাফল্য। দেগঙ্গা এলাকার আরশাদুজ্জামান বলে জনৈক এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয়। জানা গিয়েছে, প্রাচীন নানা কারুকার্য থেকে শুরু করে হাতির দাঁত ফসিলসহ প্রায় কয়েক আনুমানিক কয়েক কোটি টাকার সামগ্রী উদ্ধার হয়। আইন মেনে প্রাচীন ওই জিনিস গুলি হেফাজতে নেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। ঘটনায় এলাকায় রীতিমতো ছড়িয়ে পরে চাঞ্চল্য।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
সাজানো হল স্ত্রী ও শ্যালিকা গুপ্তধণের সন্ধানে পুলিশের কামাল ব্লু প্রিন্ট, কোটি টাকার জিনিস নিয়ে বড় খোঁজ
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement