Paschim Bardhaman: জরুরি ভিত্তিতে অন্ডাল বিমানবন্দরে এলেন মুখ্যমন্ত্রী

Last Updated:

জেলা সফর কাটছাঁট করে জরুরি ভিত্তিতে কলকাতায় ফিরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়া সফর ছোট করে অন্ডাল বিমানবন্দর হয়ে কলকাতায় ফিরেছেন তিনি।

+
title=

পশ্চিম বর্ধমান : জেলা সফর কাটছাঁট করে জরুরি ভিত্তিতে কলকাতায় ফিরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়া সফর ছোট করে অন্ডাল বিমানবন্দর হয়ে কলকাতায় ফিরেছেন তিনি। ফেরার পথে অন্ডাল বিমানবন্দর নিয়ে বড় ঘোষণা করেছেন। যাতে রীতিমতো উৎফুল্ল বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে শুরু করে জেলার মানুষ। অন্যদিকে কলকাতা যাওয়ার পথে প্রখ্যাত গায়ক কেকের জীবনাবসান নিয়ে শোক প্রকাশ করেছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে গিয়েছিলেন পুরুলিয়া। সেই কর্মসূচি শেষ করে এদিন তার বাঁকুড়ায় কর্মসূচি ছিল। কিন্তু তড়িঘড়ি কলকাতায় ফেরার উদ্যেশ্যে বাঁকুড়ার কর্মসূচি ছোট করে দেওয়া হয়। তারপর বাঁকুড়া থেকে অন্ডালের কাজী নজরুল বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে রওনা দেন কলকাতার উদ্দেশ্যে। অন্ডাল বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি প্রখ্যাত গায়ক কৃষ্ণকুমার কুন্নাতের মৃত্যু নিয়ে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি অন্ডাল বিমানবন্দর নিয়ে বড় ঘোষণা করেছেন।
মুখ্যমন্ত্রী বলেছেন অন্ডাল বিমানবন্দরকে বিশ্বমানের গড়ে তোলা হবে। যদিও এই কথা মুখ্যমন্ত্রী আগেও বলেছেন। তবে সেই কথা আরও একবার উস্কে দিয়েছেন মুখ্যমন্ত্রী। যে সময় অন্ডাল বিমানবন্দরে উড়ানের সংখ্যা বাড়ছে, বাড়ছে যাত্রীদের আনাগোনা, সেই সময় মুখ্যমন্ত্রীর ঘোষণা বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে শুরু করে জেলার মানুষকে আরও বেশি অক্সিজেন দিয়েছে।
আরও পড়ুনঃ রাঢ়বঙ্গের বনখেজুর ফিরিয়ে দিচ্ছে ফেলে আসা শৈশব
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার কলকাতায় একটি অনুষ্ঠানে এসে প্রাণ হারান বিখ্যাত গায়ক কৃষ্ণকুমার কুন্নাত। কলকাতায় তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে এদিন। গায়ককে শ্রদ্ধা জানাতেই মুখ্যমন্ত্রী তড়িঘড়ি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। উল্লেখ্য, রবিবার কলকাতা থেকে জেলা সফরে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার রাত্রিবাস করেন দুর্গাপুরের সার্কিট হাউসে। সোমবার সেখান থেকে রওনা দেন পুরুলিয়ার উদ্দেশ্যে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ নানান নৃত্যের আঙ্গিকে দুর্গাপুরে আয়োজিত মৈত্রী উৎসব
পুরুলিয়ায় দুদিন কর্মসূচি সেরে, এদিন তার বাঁকুড়ায় কর্মসূচি ছিল। কিন্তু সেই কর্মসূচিতে কাটছাঁট করে জরুরি ভিত্তিতে কলকাতা ফিরেছেন তিনি। সেজন্যই জরুরিভিত্তিতে অন্ডাল বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তিনি কলকাতার উদ্দেশ্যে উড়ে যান।
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: জরুরি ভিত্তিতে অন্ডাল বিমানবন্দরে এলেন মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement