Durgapur News: দুর্গাপুরের ৪৩ টি স্কুলে মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র, পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের সংখ্যা বেশি
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
মাধ্যমিক পরীক্ষায় দুর্গাপুর মহকুমার ৪৩ টি স্কুলেকে পরীক্ষাকেন্দ্র করছে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রর থেকে ছাত্রীদের সংখ্যা বেশি
দুর্গাপুর: হাতে মাত্র সপ্তাহ দুয়েক। ফেব্রুয়ারি মাসের ২৩ তারিখ থেকে রাজ্যে শুরু হবে এবারের মাধ্যমিক পরীক্ষা। চলবে ৪ মার্চ পর্যন্ত। তার আগে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে পড়ুয়ারা। মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে প্রশাসনিক স্তরেও চলছে প্রস্তুতি। পরীক্ষার সপ্তাহ দুয়েক বাকি থাকতে দুর্গাপুরে হলো প্রশাসনিক স্তরের বৈঠক। সেখানে দুর্গাপুর মহকুমার বিভিন্ন স্কুলগুলের প্রতিনিধিরা হাজির ছিলেন।
ওই বৈঠকে মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত নানান বিষয়ে নিয়ে আলোচনা হয়। মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কী কী পদক্ষেপ করা হচ্ছে, নতুন কী কী নিয়মকানুন চালু হল ইত্যাদি বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। যেখানে দুর্গাপুরের বিভিন্ন বিদ্যালয়গুলির শিক্ষক শিক্ষিকা এবং প্রতিনিধিরা হাজির ছিলেন।
জানা গিয়েছে, চলতি বছরে দুর্গাপুর মহকুমায় মোট ৪৩ টি বিদ্যালয়কে মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে। এই বছর প্রতিটি পরীক্ষা কেন্দ্রে তিনটি করে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকবে। যার মাধ্যমে সরাসরি মধ্যশিক্ষা পর্ষদে অফিস থেকে নজরদারি চালানো যাবে।
advertisement
advertisement
পাশাপাশি প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে মোতায়েন করা হবে পুলিশ। অন্যদিকে পর্ষদের নজর থাকবে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের দিকে। বিশেষ করে স্পর্শকাতর কেন্দ্রগুলির দিকে নজর রাখা হবে বিশেষভাবে। তাছাড়াও পরীক্ষা দিতে গিয়ে কোনও পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে, তাদের যাতে তৎক্ষণাত চিকিৎসা দেওয়া যায়, তার ব্যবস্থা করা হবে। সব মিলিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি সেরে নিচ্ছে প্রশাসনও। এই বছর দুর্গাপুর মহকুমায় ৯২৬১ জন পড়ুয়া মাধ্যমিক পরীক্ষায় বসবে। যার মধ্যে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৪৯২৫ জন এবং ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ৪২৭৬ জন।
advertisement
নয়ন ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 08, 2023 8:47 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Durgapur News: দুর্গাপুরের ৪৩ টি স্কুলে মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র, পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের সংখ্যা বেশি









