West Burdwan News: বিনোদনে ভরপুর পুলিশকর্মী! আসর জমিয়ে দিয়ে মঞ্চে ওসি-র তুমুল নাচ, অবাক সকলেই
Last Updated:
West Burdwan News: এই নাচের ভিডিও নিয়ে কোন মন্তব্য করেননি সুরেশ। এই বিষয়ে কোনও কথা বলতে চাননি রেল পুলিশের অন্য কর্তারাও।
চিত্তরঞ্জন: তিনি পুলিশ কর্মী। তবে তিনি বিনোদনেও ভরপুর। সম্প্রতি এমনই ছবি দেখা গেল পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জনে। চিত্তরঞ্জন জিআরপি থানার আধিকারিক সুরেশ পাশওয়ান। সম্প্রতি তাঁকে একটি অনুষ্ঠানে গিয়ে গানের সঙ্গে কোমর দোলাতে দেখা গিয়েছে। যদিও এই বিষয়টি নিয়ে নানা মহল নানা রকম মন্তব্য করছে। তবে অনেকেই বলছেন, পুলিশ কর্মী হলেও তিনি বিনোদনে ভরপুর।
অনেকেরই ধারণা, পুলিশকর্মীদের হতে হবে গম্ভীর। বেশিরভাগ মানুষের তাঁরা অনুষ্ঠান, আনন্দ-উচ্ছ্বাস থেকে দূরে থাকবেন। তবে জিআরপি থানার ওসি সুরেশ পাশওয়ান অনুষ্ঠানে যোগও দিয়েছেন, আবার সকলকে মাতিয়েও রেখেছেন।
প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারি চিত্তরঞ্জন থানা সংলগ্ন এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে যোগ দিয়েছিলেন চিত্তরঞ্জন জিআরপি থানার ওসি সুরেশ পাশওয়ান। সেই নৃত্য অনুষ্ঠানে যোগ দিয়ে সুরেশকে মঞ্চে উঠে নাচতে দেখা গিয়েছে। ইতিমধ্যেই পুলিশ কর্মীর এই নাচের ভিডিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
advertisement
advertisement
তবে, এই নাচের ভিডিও নিয়ে কোন মন্তব্য করেননি সুরেশ। এই বিষয়ে কোনও কথা বলতে চাননি রেল পুলিশের অন্য কর্তারাও। কিন্তু এই ভিডিও ভাইরাল হওয়ার পর কিছু মানুষ প্রশ্ন তুলছেন, একজন পুলিশ কর্মীর কি এইভাবে প্রকাশ্যে নাচের অনুষ্ঠানে যোগ দেওয়া উচিত? তবে নিন্দুকদের এই মন্তব্যে আমল দিতে নারাজ অনেকেই।
advertisement
নয়ন ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
February 22, 2023 1:01 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News: বিনোদনে ভরপুর পুলিশকর্মী! আসর জমিয়ে দিয়ে মঞ্চে ওসি-র তুমুল নাচ, অবাক সকলেই