South 24 Parganas News : স্কুলেই আসে না শিক্ষক, সাগরে তালাবন্ধ স্কুলে বন্ধ পঠনপাঠন

Last Updated:

South 24 Parganas News: প্রধান শিক্ষক স্কুলে না আসায় বন্ধ হয়ে গিয়েছে জুনিয়র হাইস্কুল। বাড়িতে বসেই বেতন পাচ্ছেন স্কুলের ওই প্রধান শিক্ষক।

+
স্কুলেই

স্কুলেই আসে না শিক্ষক, সাগরে তালাবন্ধ স্কুলে বন্ধ পঠনপাঠন

গঙ্গাসাগর : স্কুলেই আসেননা শিক্ষক, এর ফলে সাগরে তালাবন্ধ স্কুল।  বন্ধ পঠনপাঠনও। অভিযোগ প্রধান শিক্ষক স্কুলে না আসায় বন্ধ হয়ে গিয়েছে জুনিয়র হাইস্কুল। বাড়িতে বসেই বেতন পাচ্ছেন স্কুলের ওই প্রধান শিক্ষক।
দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকের মায়াপুর জুনিয়র হাইস্কুলের এই চিত্র চমকে দিয়েছে সকলকে। অভিভাবকদের অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক মনোরঞ্জন মন্ডল গত এক বছর ধরে স্কুলে আসছেন না। ২০১৪-১৫ সাল নাগাদ স্কুলে দুজন শিক্ষক-শিক্ষিকা এবং তিনজন ক্যাজুয়াল শিক্ষক ছিল।
advertisement
advertisement
তখন স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা ছিল প্রায় একশো ছুঁই ছুঁই। পরবর্তীকালে প্রধান শিক্ষক হিসেবে মনোরঞ্জন মন্ডল স্কুলে যোগ দেওয়ার পর এক শিক্ষিকা ট্রান্সফার নিয়ে অন্যত্র চলে যান। ফলে স্কুলের শিক্ষকের সংখ্যাটা গিয়ে দাঁড়ায় চারজন। এরমধ্যে প্রধান শিক্ষক খেয়ালখুশি মত স্কুলে আসতে থাকায় একে একে ক্যাজুয়াল শিক্ষকেরাও স্কুলে আসা বন্ধ করে দেন। এমন পরিস্থিতিতে আরও একজন সহকারী শিক্ষকও বদলি নিয়ে অন্য স্কুলে চলে যায়। তখন থেকে স্কুলে একমাত্র প্রধান শিক্ষক রয়ে যান। বর্তমানে স্কুলের প্রধান শিক্ষক স্কুলে না আসায় তালা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে স্কুলটি। স্কুলের প্রধান শিক্ষক মনোরঞ্জন মন্ডলের সঙ্গে কোনরকম যোগাযোগ করা যায়নি।
advertisement
তবে বিষয়টি সাগর উত্তর চক্রের স্কুল পরিদর্শক মতিয়ার রহমান জানতে পারেন।  তারপর তিনি এই সমস‍্যার কথা শিক্ষা দফতরের উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে এনেছেন বলে জানিয়েছেন তিনি। স্কুল বন্ধের অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। বিষয়টি সুষ্ঠ সমাধান খোঁজার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা।
advertisement
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : স্কুলেই আসে না শিক্ষক, সাগরে তালাবন্ধ স্কুলে বন্ধ পঠনপাঠন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement