Ten Seater Bike Of Durgapur: এই বাইক হার মানাবে চারচাকা গাড়িকে, একবারে বসবেন ১০ জন, এক চার্জে ছুটবে ১০০ কিমি

Last Updated:

মাত্র ২২ দিন সময় লেগেছে ১০ জন বহনকারী এই বাইকটি তৈরি করতে। খরচ হয়েছে মাত্র ১৫ হাজার টাকা

+
দুর্গাপুরে

দুর্গাপুরে ছোটন ঘোষের বানানো দশ সিটের বাইক।

দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: এই বাইক দেখলে বাইকের চির পরিচিত ছবিটাই বদলে যাবে আপনার চোখের সামনে। হয়তো এই বাইক দেখলে চার চাকা কেনার চিন্তাভাবনাও মন থেকে দূর হয়ে যেতে পারে। কারণ একজন, দুজন বা তিনজন নয়, এই বাইক বহন করতে পারে একসঙ্গে ১০ জনকে। শুধু তাই নয়। এই বাইক চলবে ব্যাটারিতে। তাও আবার একবার চার্জ দিলে চলতে পারে ১০০ কিলোমিটার। যে বাইক বর্তমানে দুর্গাপুরের দু নম্বর জাতীয় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে।
দুর্গাপুরের গোপালমাঠ এলাকার বাসিন্দা ছোটন ঘোষ। ছোট থেকেই তার এই যন্ত্রাংশ নিয়ে খেলা অত্যন্ত প্রিয়। সেই যুবক ছোটন ঘোষ বানিয়ে ফেলেছেন দশ জন বহনকারী এই বাইক। যে বাইক চলবে ব্যাটারিতে।
advertisement
আরও পড়ুন: ভারত জোড়ো যাত্রায় হাঁটার সময়ই হৃদরোগে আক্রান্ত! প্রয়াত পঞ্জাবের কংগ্রেস সাংসদ
ইলেকট্রিকের পাশাপাশি সৌর বিদ্যুতের মাধ্যমে চার্জ করা যাবে সেই ব্যাটারি একবার চার্জ দিলে বাইকটি প্রায় ১০০ কিলোমিটার ছুটতে পারবে বলে দাবি করেছেন ছোটন বাবু। বর্তমানে এই বাইকটি নিয়েই তিনি ঘোরাফেরা করেন নিজের এলাকায়। একটি বাইকেই সওয়ার হতে পারেন নিজের সমস্ত বন্ধুদের সঙ্গে।
advertisement
ছোটন বাবু জানিয়েছেন, এক মাসের কম সময়ে তিনি এই বাইকটি তৈরি করেছেন। মাত্র ২২ দিন সময় লেগেছে ১০ জন বহনকারী এই বাইকটি তৈরি করতে। খরচ হয়েছে মাত্র ১৫ হাজার টাকা। পুরনো গাড়ির চাকা এবং পুরনো যন্ত্রাংশ দিয়ে এই গাড়িটি তৈরি করেছেন তিনি।
আগেও তিনি এমন একটি বাইক বানিয়েছিলেন। কিন্তু সেই বাইকে পুলিশের নিষেধাজ্ঞা ছিল। তবে তিনি নতুন যে বাইকটি বানিয়েছেন, সেটি ব্যাটারি চালিত। ফলে আর কোনও সমস্যা নেই। তাই নির্দ্বিধায় তিনি একটি বাইকে ঘুরে বেড়াচ্ছেন ১০ জন বন্ধুকে নিয়ে।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Ten Seater Bike Of Durgapur: এই বাইক হার মানাবে চারচাকা গাড়িকে, একবারে বসবেন ১০ জন, এক চার্জে ছুটবে ১০০ কিমি
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement