Viral Video: চা নয়, চায়ের কাপ খাওয়ার জন্য ভিড় দোকানে! ভিডিও দেখলে চমকে যাবেন!

Last Updated:

Viral Video: দোকানে চা নয় সবাই খেতে চাইছে কাপ। জানুন

+
চায়ের

চায়ের কাপ 

কালিয়াগঞ্জ: চায়ের দোকানের সঙ্গে বাঙালি সম্পর্ক দীর্ঘদিনের। চায়ের দোকানে বসে গল্প,আড্ডা, প্রেম ও রাজনীতি সব কিছুর সঙ্গে বাঙালির একটা একটা আবেগ জড়িয়ে রয়েছে। সকাল হোক কিংবা বিকেল গরম চায়ের কাপে চুমুক দিয়ে আলোচনায় ঝড় তোলা বাঙালির অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু এরই মধ্যে কালিয়াগঞ্জে এমন এক চায়ের দোকানের হদিশ পাওয়া গিয়েছে যেখানে চা নয় চায়ের কাপ খেতেই এখানে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। দুর দুরান্ত থেকে মানুষ এই দোকানে চায়ের কাপ খেতে ভিড় জমাচ্ছেন। প্লাস্টিক কিংবা কাগজের কাপে নয় চকলেট বিস্কিটের কাপে চা খাওয়ায় মন জয় করে নিচ্ছেন এই চা বিক্রেতা।
কালিয়াগঞ্জ এর বছর ৫৬ র মামু দাস যিনি এলাকায় মামা নামেই জনপ্রিয়। তিনি অবাক করা এক বিস্কিটের কাপে চা খাইয়ে মন জয় করে নিচ্ছেন ক্রেতাদের।বিস্কিটের কাপে চা শুনতে অবাক লাগলেও বাস্তবটা এমনই। এই চায়ের কাপে মিলবে চকলেট বিস্কুটের স্বাদ। অর্থাৎ এক কাপ চায়ের সঙ্গেই মিলবে ফ্রিতে চকলেট বিস্কুটও। বেশ কিছুদিন ধরে কালিয়াগঞ্জের চা বিক্রেতা মামু দাস এই বিস্কিটের কাপে চা বিক্রি করছেন।
advertisement
আরও পড়ুন:
advertisement
এই বিশেষ ধরনের এক কাপ চায়ের দাম মাত্র কুড়ি টাকা।এই চকলেট বিস্কিট দিয়ে তৈরি করা কাপে চা খেতে বহু মানুষ সকাল হতে না হতেই ভিড় জমাচ্ছেন মামা অর্থাৎ মামুর দোকানে ।মামু দাস উরফে মামা জানান অভিনব এই কাপে চা বিক্রি শুরু করেছেন তিনি বেশ কিছুদিন আগে থেকেই। মুহূর্তে সাড়া ফেলে দিয়েছে এই নতুন চকলেট বিস্কুটের কাপ। কাপের কারণে এরই মধ্যে ভিড় উপচে-পড়ছে দোকানে।
advertisement
কালিয়াগঞ্জ এর বয়রা কালীবাড়ির সামনে প্রতিদিন ছোট একটি চায়ের দোকান খুলে বসেন মামু দাস। তার হাতে তৈরি চা বরাবরই জনপ্রিয়। কিন্তু এখন তার চায়ের পাশাপাশি তার চায়ের কাপ ও এলাকায় ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে। মামু দাস জানান যে বেশ কিছুদিন আগে তিনি এই চকলেটের কাপ কলকাতা থেকে কিনে এনেছেন। বহু মানুষ আসছে তার এই দোকানে এই চকলেটের কাপে চা খেতে। কেউ বা আবার এত দাম দিয়ে চা খেতে না পারলেও দেখে চলে যাচ্ছেন এই অভিনব চকলেট বিস্কুট কাপ।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Viral Video: চা নয়, চায়ের কাপ খাওয়ার জন্য ভিড় দোকানে! ভিডিও দেখলে চমকে যাবেন!
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement