Sawan 2023: শ্রাবণ মাসে শিবের ছবি আঁকা টি-শার্ট ট্রেন্ডিং
- Reported by:PIYA GUPTA
- news18 bangla
- Published by:Ananya Chakraborty
Last Updated:
শ্রাবণ মাস পড়তেই শিবের ছবি আঁকা টি-শার্টে মাত বাজার
উত্তর দিনাজপুর: শিব ঠাকুরের ছবি আঁকা গেরুয়া টি-শার্ট এবার ট্রেন্ডিং বাজারে। গেরুয়া রঙের এই গেঞ্জিতে ভরে গিয়েছে দোকান। সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চাহিদা। শ্রাবণ মাস পড়তেই নতুন ট্রেন্ডিং পোশাকে মাত বাজার।
শ্রাবণ মাসকে দেবাদিদেব মহাদেবের মাস বলে মনে করা হয়। এই সময় সোমবার করে অনেকে শিবের মাথায় জল ঢালেন। ফলে গেরুয়া পোশাকের চাহিদাও বাড়ে। কিন্তু এবার শিব ভক্তদের কাছে মহাদেবের ছবি আঁকা গেরুয়া টি-শার্টের চাহিদা তুঙ্গে উঠেছে। উত্তর দিনাজপুরের বহু পুরুষ ভক্ত এই গেঞ্জি পরেই এবার শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালবেন বলে ঠিক করেছেন।
advertisement
advertisement
হিন্দু পুরাণ অনুসারে মনে করা হয় শ্রাবণ মাস দেবতাদের প্রিয় মাস। এই পুরো মাসজুড়ে মহাদেবের আরাধনা করা হয়। প্রচলিত আছে দেবাদিদেব মহাদেব এই মাসেই হলাহল পান (বিষপান) করেছিলেন। সেই কারণে এই মাসে শিবের মাথায় জল ও দুধ ঢালা হয়। উত্তরবঙ্গের জল্পেশ বা বাবাধামে শিবের মাথায় জল ঢালতে যাওয়ার জন্য অনেকেই এই বিশেষ টি-শার্ট কিনতে আসছেন দোকানে। পোশাক বিক্রেতারা বলছেন, ৯০ টাকা থেকে শুরু করে ১৮০ টাকা পর্যন্ত বিভিন্ন দামের রংবেরঙের গেঞ্জি নিয়ে আসা হয়েছে শিব ভক্তদের জন্য। এমনকি গেঞ্জির সঙ্গে মানাসই বিভিন্ন ধরনের গেরুয়া রঙের প্যান্টও আছে। তবে এবার শ্রাবণ মাস ম মাস পড়ায় অনেকেই শিবের মাথায় জল ঢালবেন না বলে ঠিক করেছেন। সেই কারণে চাহিদা কিছুটা হলেও মার খাচ্ছে দোকানিরা।
advertisement
পিয়া গুপ্তা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 19, 2023 7:03 PM IST






