Wine Glass: 'এই' বিশেষ গ্লাসে মদ খেলে ক্ষতি হবে না শরীরের, কোথায় পাবেন? দাম কত জানেন?

Last Updated:

Wine Glass: কাঁচের কাপে মদ জনসাধারণের কাছে খুব জনপ্রিয় হলেও অসতর্কতার কারণে কাঁচের গ্লাস ফেটে গেলেই কাঁচের টুকরোগুলো ত্বকে ছড়িয়ে পড়ে যার ফলে বিভিন্ন ক্ষতি হয় শরীরের। 

+
মাটির

মাটির কাপ 

উত্তর দিনাজপুর: কাঁচের গ্লাসের মদ তো অনেকেই খেয়েছেন! কিন্তু মাটির মদের গ্লাস দেখেছেন কী? জানেন কত টাকা দাম? কোথায় পাবেন? গোটা বিশ্বেই মদ খাওয়ার জন্য কাঁচের গ্লাস কে প্রাধান্য দেয়। অনেক কে আবার দেখা যায় কাচের গ্লাস না জুটলেও, প্লাস্টিক, স্টিল যা জুটবে তাতেই চলবে। তবে হাই সোসাইটির অনেকেই কাঁচের গ্লাসে মদ খেতে বেশি স্বাচ্ছন্দ বোধ করেন। সূরা প্রেমীরা আসলে মদের প্রতিটি কণা কে অনুভব করেন ।
তবে কাঁচ, প্লাস্টিক কিংবা স্টিলের গ্লাসে মদ তো অনেকেই খেয়েছেন কিন্তু কখনো কি মাটির গ্লাসে মদ পান করে দেখেছেন। হ্যাঁ কালিয়াগঞ্জ এর কুনোরের হাটপাড়ার শিল্পীরা এখন ব্যস্ত মাটির মদের গ্লাস তৈরি করতে। বিভিন্ন সুন্দর ডিজাইনের মাটির মদের গ্লাস গুলো তারা বিক্রি করছে মাত্র সাড়ে তিন টাকায় । আর এই মাটির কাপগুলোর চাহিদা ও প্রচুর। কাঁচের কাপে মদ জনসাধারণের কাছে খুব জনপ্রিয় হলেও অসতর্কতার কারণে কাঁচেরগ্লাস ফেটে গেলেই কাঁচের টুকরোগুলো ত্বকে ছড়িয়ে পড়ে যার ফলে বিভিন্ন ক্ষতি হয় শরীরের। তাই বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে মাটির এই মদের গ্লাসগুলো।
advertisement
advertisement
আর দাম একেবারেই কম হওয়ায় আনেকেই এই মাটির মদের গ্লাসগুলোই মদ খাওয়ার জন্য ব্যবহার করছেন।মৃৎশিল্পী অনুপ রায় জানান,মাটির ভাঁড়ের চা হোক কিংবা মদ স্বাদই আলাদা।আর এই মাটির গ্লাস শরীরের কোনও ক্ষতি হয় না। কারণ মাটির গুণ রয়েছে। এছাড়াও মাটির গ্লাস থেকে পরিবেশের ও কোনও দূষণ হয় না।
advertisement
কারণ মাটি পরিবেশের কোনও ক্ষতি করে না। তাই বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে এই মাটির গ্লাসে মদ খাওয়া।আজ থেকে বহু বছর আগে যখন প্লাস্টিক কিংবা কাঁচের ব্যবহারও ছিল না তখন কিন্তু মাটির পাত্রে সূরা পান করা হতো। বর্তমানে আবারও এই মাটির পাত্রে মদ খাওয়ার প্রচলন শুরু হয়েছে।গ্রামগঞ্জে এখন অনেকেই মদ খাওয়ার জন্য পরিবেশ বান্ধব এই মাটির কাপকে বেছে নিয়েছেন। আর সামনেই যেহেতু ভ্যালেন্টাইনস ডে, তাই বর্তমানে বহু অর্ডার এসেছে এই মাটির মদের গ্লাসের।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Wine Glass: 'এই' বিশেষ গ্লাসে মদ খেলে ক্ষতি হবে না শরীরের, কোথায় পাবেন? দাম কত জানেন?
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement