North Dinajpur News: গরমের প্রভাব পড়ছে পরিবহণে! মাথায় হাত বাস মালিকদের
Last Updated:
বেলা যতই বাড়ছে ততই যেন পরিবহণের অবস্থা করুণ হয়ে পড়ছে । তার কারণ একটাও বাসে যাত্রী নেই।
রায়গঞ্জ: চৈত্র শেষে সবে মাত্র বৈশাখ পড়েছে। এরই মধ্যে তীব্র দাবদাহে নাভিশ্বাস ফেলছে আম জনতা। ৪০ থেকে ৪৪ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে তাপমাত্রা। এর ফলে প্রবল গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। এই তীব্র গরমে একদিকে যখন বহু মানুষ অসুস্থ হয়ে পড়ছে ঠিক তেমনভাবেই এর প্রভাব পড়ছে বেসরকারি পরিবহন ব্যবস্থার উপরও।
তার ওপর গাড়ি-ঘোড়া ফাঁকা বললেই চলে। এমন পরিস্থিতিতে বেসরকারি পরিবহন মালিকদের মাথায় হাত পড়েছে। বেলা যতই বাড়ছে ততই যেন পরিবহণের অবস্থা করুণ হয়ে পড়ছে । তার কারণ একটাও বাসে যাত্রী নেই। এতে প্রচন্ড ক্ষতির মুখে পড়তে হচ্ছে বাস মালিকদের। বাস মালিকরা জানান একেই ডিজেলের মূল্য বৃদ্ধি তারপরেও গাড়িতে নেই যাত্রী।
advertisement
advertisement
বাসের মালিকরা জানান, গাড়ি চালাতে গিয়ে তাদের হিমশিম খেতে হচ্ছে। আয়ের তুলনায় ব্যায় বেশি হয়ে পড়ছে বাস মালিকদের ফলে বেশিরভাগ গাড়ি বন্ধ হয়ে পড়ছে। অন্যদিকে বেসরকারি বাসের এক কন্ডাকটর জানান, বেশ কিছুদিন থেকে গরমের দাপটে পরিবহন ব্যবসা তলানিতে গিয়ে ঠেকেছে। ফাঁকা গাড়ি নিয়ে রোড ধরে যেতে হচ্ছে তাদের। রাস্তাঘাটে লোক নেই। তাই বাসেও যাত্রী নেই। এই পরিস্থিতিতে তারাও ঠিকঠাক পারিশ্রমিক পাচ্ছেন না। সংসার চালাতে তাদের হিমশিম খেতে হচ্ছে।
advertisement
অন্যদিকে বাসের কর্মচারীদের এমন অবস্থার কথা স্বীকার করে নিয়েছেন উত্তর দিনাজপুর বাস মিনিবাস অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামানিক। তিনি বলেন অবশ্যই বাড়ছে ডিজেলের মূল্য সেই অনুযায়ী ভাড়া বাড়ছে না তাঁর উপর নিয়মিতভাবে এপ্রিল মাস থেকে টোল ট্যাক্স ও বেড়ে গিয়েছে। ফলে প্রচন্ড গরমে তাদের চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। কবে এই পরিস্থিতি স্বাভাবিক হবে তা নিয়েই দিন গুনছেন বাস মালিকরা ।
advertisement
পিয়া গুপ্তা
Location :
Kolkata,West Bengal
First Published :
April 21, 2023 3:49 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
North Dinajpur News: গরমের প্রভাব পড়ছে পরিবহণে! মাথায় হাত বাস মালিকদের