Cooch Behar News: ১৮ বছরেরও বেশি প্রতীক্ষা! তবুও সংস্কার হয়নি ভাঙা সেতু! প্রাণ হাতে করে চলছে পারাপার

Last Updated:

ব্রিজ তো অনেক দূরের কথা, সংস্কার করা হয়নি ব্রিজ সংলগ্ন রাস্তাও। তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে রীতিমত ক্ষুব্ধ গোটা এলাকার গ্রামবাসীরা।

+
১৮

১৮ বছরেও হয়নি সেতুর সংস্কার! ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা

কোচবিহার: কোচবিহার ২ নং ব্লকের অন্তর্গত মরা নদীর কুঠি এবং খইরাতি বাড়ির মাঝে নয়চুঙ্গির সেতু নিয়ে সমস্যা দীর্ঘদিনের। দীর্ঘ সময় ধরে এই এলাকার সেতুর ভগ্ন অবস্থা। এই সেতু সংস্কার করে দেওয়াই মূলত দাবি ছিল গ্রামবাসীদের। তবে শেষ বিধানসভা নির্বাচনের পর কেটে গিয়েছে ২ বছর। ব্রিজ তো অনেক দূরের কথা, সংস্কার করা হয়নি ব্রিজ সংলগ্ন রাস্তাও। তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে রীতিমত ক্ষুব্ধ গোটা এলাকার গ্রামবাসীরা।
এই মরা নদীর কুঠি এলাকায় রয়েছে একটি উচ্চ বিদ্যালয়।  প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই ভাঙা সেতু পার হয়ে বিদ্যালয়ে যেতে হয় ছাত্রছাত্রীদের। আর এই পথে না গেলে, অন্যপথে ঘুরে যেতে হয় প্রায় ১১ কিলোমিটার। আর সেটা আরোও বেশি কষ্টের। এছাড়া গোটা এলাকায় কোনোও রকম চিকিৎসা জনিত দরকার পড়লেও প্রায় ১১ কিলোমিটার ঘুরে যেতে হয় চিকিৎসা করাতে। তবে যদি এই সেতুটি ঠিকঠাক থাকতো। তাহলে মাত্র ৪ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হত গ্রামবাসীকে।
advertisement
advertisement
সর্বোপরি এই এলাকার ব্যবসায়ীদের জন্য হচ্ছে ব্যাপক সমস্যা। স্থানীয় ব্যবসায়ী রমজান আলী বলেন, "এই সেতু সঠিক অবস্থায় থাকলে বিপণন সামগ্রী বাজারে নিয়ে যেতে খরচ হয় মাত্র ১৫ টাকা। কিন্তু, সেতুর অবস্থা সঠিক না থাকার কারণে সম্পূর্ণ ঘুরে যেতে হয়। তাই সামগ্রী নিয়ে যাওয়ার খরচ পড়ে ৩৫ থেকে ৪০ টাকা। যার ফলে জিনিসের দামও বাড়াতে হয় বিক্রি করার ক্ষেত্রে।" এ ছাড়া স্থানীয় বাসিন্দা শম্ভু বর্মন জানান, "ভোটের সময় নেতারা প্রতিশ্রুতি দিয়ে যান। কিন্তু কাজের কাজ কিছুই হয় না।"
advertisement
বাম আমলে তৈরি হওয়া এই কালভার্টটি বিগত প্রায় ১৮ বছর থেকে এভাবেই ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর প্রায় দু'বছর অতিক্রান্ত হতে চলল। ব্রিজের কাজ তো অনেক দূরের কথা। বিধায়কের দেখাও পাওয়া যায়নি বলে অভিযোগ জানাচ্ছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। এই পরিস্থিতিতে ২০২৩ পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকার এই সেতুটি গ্রামবাসীদের কাছে একটি গুরুত্বপূর্ণ দাবি হতে চলেছে। এই সেতুটির অভাবে কার্যত ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর দুই পাশের কয়েক হাজার সাধারণ মানুষ, ছাত্র-ছাত্রী এবং ব্যবসায়ীরা।
advertisement
সার্থক পণ্ডিত
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: ১৮ বছরেরও বেশি প্রতীক্ষা! তবুও সংস্কার হয়নি ভাঙা সেতু! প্রাণ হাতে করে চলছে পারাপার
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement