WhatsApp ব্যবহারকারীদের জন্য সুখবর! ফাইল শেয়ারিং-এর অভিজ্ঞতা এবার হতে চলেছে একেবারে অন্যরকম
- Written by:Trending Desk
- trending desk
Last Updated:
WhatsApp তার ব্যবহারকারীদের জন্য এমন একটি ফাইল শেয়ারিং টুল তৈরি করতে চাইছে যা Apple-এর AirDrop বা Android-এর Quick Share-এর মতো হবে।
ফাইল শেয়ারিং-এর ক্ষেত্রে নতুন কিছু পরীক্ষা করতে চাইছে WhatsApp। জানা গিয়েছে, সংস্থা চাইছে যাতে ব্যবহারকারীরা তাদের বন্ধু বা যেকোনও কন্ট্যাক্টের সঙ্গে এই বিশেষ পদ্ধতিতে ফাইল শেয়ার করতে পারেন। সোজা কথায় বলতে গেলে, WhatsApp তার ব্যবহারকারীদের জন্য এমন একটি ফাইল শেয়ারিং টুল তৈরি করতে চাইছে যা Apple-এর AirDrop বা Android-এর Quick Share-এর মতো হবে।
এ সপ্তাহের শুরুতে WABetaInfo এই পরীক্ষা নিরীক্ষা স্তরে থাকা ফিচারটির বিশদ বিবরণ প্রকাশ করেছে। ফাইল ট্রান্সফার সাধারণত দু’টি ডিভাইসের মধ্যে ব্লু-টুথ সংযোগের মাধ্যমে কাজ করে। WhatsApp এটা চাইছে চ্যানেলের মাধ্যমে।
advertisement
advertisement
ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ WhatsApp এখন ২ জিবি পর্যন্ত ফাইল শেয়ার করার অনুমতি দেয়। তবে এই নতুন টুল এলে ব্যবহারকারীরা চ্যাটে যোগ না দিয়েই ফাইল ট্রান্সফার করতে পারবেন, সেকারণেই জনপ্রিয়তা পাবে এই টুল। তবে এজন্য কিছু জটিল পদ্ধতি গ্রহণ করতে হবে।
WABetaInfo-র রিপোর্টে দেখা গিয়েছে ফাইল ট্রান্সফার করার জন্য কিছু জটিল পদ্ধতি নিতে হবে এই টুল ব্যবহারের ক্ষেত্রে। প্রথমত, ফাইল শেয়ারিং শুরু করার জন্য ব্যবহারকারীকে ফোন ঝাঁকাতে হবে। যাঁরা পরস্পর শেয়ার করতে চাইছেন, তাঁদের উভয়ের WhatsApp-এই ‘শেয়ার ফাইল’ সেকশন থাকতে হবে। অর্থাৎ, এই সেকশন থাকবে শুধু বিটা ভার্সনে।
advertisement
শুধু তাই নয়, ট্রান্সফার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাঁদের ট্যাবটি খোলা রাখতে হবে, এমনই জানিয়েছে টিপস্টার। WhatsApp এই ফিচারের জন্য গোপনীয়তাও নিশ্চিত করছে। বলা হয়েছে এতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকবে, ট্রান্সফার হওয়ার সময় এটি ফোন নম্বর গোপন রাখতে পারবে এবং এই ট্রান্সফার প্রক্রিয়াটি আশপাশে থাকা কোনও non-WhatsApp কন্ট্যাক্ট তা দেখতে পাবে না।
advertisement
গত প্রায় এক বছর ধরেই মেসেজিং অ্যাপটি তার ফিচারগুলিতে অদলবদল করছে। শুধু তাই নয়, প্রায় নিয়মিত নতুন নতুন আকর্ষণীয় ফিচার আসছে WhatsApp-এ।
Web-এও এখন স্টেটাস আপডেট করা যায়। অ্যাপের অন্য কন্ট্যাক্টের সঙ্গে তা শেয়ারও করা যায়। সুতরাং, যদি কেউ তাঁর ডেস্কটপে WhatsApp ওয়েব বিটা ভার্সন 2.2353.59 রাখেন, তাহলে তিনি প্ল্যাটফর্মে নতুন স্টেটাস আপডেট ফিচারটি ব্যবহার করতে পারবেন। WhatsApp Web ইন্টারফেসের উপরে-বাঁ দিকে, কমিউনিটি এবং চ্যানেল ট্যাবের মধ্যে স্টেটাস খুঁজে দেখা যেতে পারে।
Location :
Kolkata,West Bengal
First Published :
January 29, 2024 1:57 PM IST