Smartphone Network: কাজের সময় উধাও নেটওয়ার্ক? ফোনের সেটিংস-এ গিয়ে করুন এইসব পরিবর্তন, জেনে নিন টিপস

Last Updated:
অনেক সময় সমস্যা এতটাই গুরুতর হয়ে ওঠে যে, নেটওয়ার্ক অপারেটরের সঙ্গে যোগাযোগ করতে হয়। কিন্তু কখনও কখনও সেই সমস্যা নিজেই সমাধান করা সম্ভব।
1/8
স্মার্টফোন আর ইন্টারনেট ছাড়া আজকের যুগে চলা খুবই মুশকিল। আসলে ফোনে ইন্টারনেট কানেকশন না থাকলে সমস্ত কাজ আটকে যেতে পারে। আর ইন্টারনেট কানেকশন জোরালো হলে তো কথাই নেই। সমস্ত কাজ সহজে মসৃণ ভাবে সম্পন্ন হয়।
স্মার্টফোন আর ইন্টারনেট ছাড়া আজকের যুগে চলা খুবই মুশকিল। আসলে ফোনে ইন্টারনেট কানেকশন না থাকলে সমস্ত কাজ আটকে যেতে পারে। আর ইন্টারনেট কানেকশন জোরালো হলে তো কথাই নেই। সমস্ত কাজ সহজে মসৃণ ভাবে সম্পন্ন হয়।
advertisement
2/8
তবে অনেক সময় দেখা যায় যে, জরুরি কাজ চলছে, আর সেই সময়ই ইন্টারনেট কানেকশন চলে গেল। সেক্ষেত্রে খুবই মুশকিল। আবার অনেক সময় সমস্যা এতটাই গুরুতর হয়ে ওঠে যে, নেটওয়ার্ক অপারেটরের সঙ্গে যোগাযোগ করতে হয়। কিন্তু কখনও কখনও সেই সমস্যা নিজেই সমাধান করা সম্ভব।
তবে অনেক সময় দেখা যায় যে, জরুরি কাজ চলছে, আর সেই সময়ই ইন্টারনেট কানেকশন চলে গেল। সেক্ষেত্রে খুবই মুশকিল। আবার অনেক সময় সমস্যা এতটাই গুরুতর হয়ে ওঠে যে, নেটওয়ার্ক অপারেটরের সঙ্গে যোগাযোগ করতে হয়। কিন্তু কখনও কখনও সেই সমস্যা নিজেই সমাধান করা সম্ভব।
advertisement
3/8
সমস্যা সমাধান করার সহজ উপায়১. এটা খুবই সাধারণ একটা সমাধান। কানেকশনে সমস্যা হলে এটা সমাধানের সবথেকে সহজ উপায়। রিস্টার্টিংয়েও যদি সমস্যার সমাধান না হয়, তাহলে ওয়াই-ফাই আর মোবাইল ডেটার মধ্যে স্যুইচ করতে হবে। এর জন্য ফোনের Settings অ্যাপ খুলতে হবে। তারপর Network & Internet অথবা Connections-এ ট্যাপ করতে হবে।
সমস্যা সমাধান করার সহজ উপায়১. এটা খুবই সাধারণ একটা সমাধান। কানেকশনে সমস্যা হলে এটা সমাধানের সবথেকে সহজ উপায়। রিস্টার্টিংয়েও যদি সমস্যার সমাধান না হয়, তাহলে ওয়াই-ফাই আর মোবাইল ডেটার মধ্যে স্যুইচ করতে হবে। এর জন্য ফোনের Settings অ্যাপ খুলতে হবে। তারপর Network & Internet অথবা Connections-এ ট্যাপ করতে হবে।
advertisement
4/8
২. এরপরে ওয়াই-ফাই বন্ধ করে দিয়ে মোবাইল ডেটা অন করতে হবে। কিংবা উল্টোটা করতে হবে। এবার কোনও পরিবর্তন এল কি না, সেটা দেখতে হবে।
২. এরপরে ওয়াই-ফাই বন্ধ করে দিয়ে মোবাইল ডেটা অন করতে হবে। কিংবা উল্টোটা করতে হবে। এবার কোনও পরিবর্তন এল কি না, সেটা দেখতে হবে।
advertisement
5/8
৩. আসলে অনেক সময় মোবাইলেই সমস্যা থাকে। আর আমাদের মনে হয় যে, সেটা নেটওয়ার্কের সমস্যা। তাই নিজের সিম অন্য ফোনে ঢুকিয়ে দেখতে হবে, সেখানে সমস্যা হচ্ছে কি না।
৩. আসলে অনেক সময় মোবাইলেই সমস্যা থাকে। আর আমাদের মনে হয় যে, সেটা নেটওয়ার্কের সমস্যা। তাই নিজের সিম অন্য ফোনে ঢুকিয়ে দেখতে হবে, সেখানে সমস্যা হচ্ছে কি না।
advertisement
6/8
৪. ফোন বদলের পরেও সমস্যা স্থায়ী হলে মোবাইল সেটিংস-এ যেতে হবে। তারপর Wireless and Network Settings-এ ক্লিক করতে হবে। মোবাইল নেটওয়ার্ক অপশন সিলেক্ট করতে হবে। এরপরে নেটওয়ার্ক অপারেটর্সে ট্যাপ করতে হবে। আর ম্যানুয়ালি অথবা অটোমেটিক্যালি নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে।
৪. ফোন বদলের পরেও সমস্যা স্থায়ী হলে মোবাইল সেটিংস-এ যেতে হবে। তারপর Wireless and Network Settings-এ ক্লিক করতে হবে। মোবাইল নেটওয়ার্ক অপশন সিলেক্ট করতে হবে। এরপরে নেটওয়ার্ক অপারেটর্সে ট্যাপ করতে হবে। আর ম্যানুয়ালি অথবা অটোমেটিক্যালি নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে।
advertisement
7/8
৫. এয়ারপ্লেন মোডও সাহায্য করতে পারে। বারবার ফোনের নেটওয়ার্ক চলে গেলে রিস্টার্ট অপশনের বাইরে আরও একটি অপশন রয়েছে। আর সেটা হল, ফোনের এয়ারপ্লেন মোড চালু করা। কিছুক্ষণ পরে তা অফ করে দিতে হবে। অনেক সময় এর ফলে নেটওয়ার্ক স্থিতিশীল হয়।
৫. এয়ারপ্লেন মোডও সাহায্য করতে পারে। বারবার ফোনের নেটওয়ার্ক চলে গেলে রিস্টার্ট অপশনের বাইরে আরও একটি অপশন রয়েছে। আর সেটা হল, ফোনের এয়ারপ্লেন মোড চালু করা। কিছুক্ষণ পরে তা অফ করে দিতে হবে। অনেক সময় এর ফলে নেটওয়ার্ক স্থিতিশীল হয়।
advertisement
8/8
৬. সমস্ত কিছু করার পরেও নেটওয়ার্ক না এলে পরীক্ষা করে দেখতে হবে, ফোন লেটেস্ট ওএস-এ আপডেট করা আছে কি না। সেটা করা না থাকলে মোবাইল আপডেট করতে হবে।
৬. সমস্ত কিছু করার পরেও নেটওয়ার্ক না এলে পরীক্ষা করে দেখতে হবে, ফোন লেটেস্ট ওএস-এ আপডেট করা আছে কি না। সেটা করা না থাকলে মোবাইল আপডেট করতে হবে।
advertisement
advertisement
advertisement