JioBook: শিক্ষার্থীদের জন্য পারফেক্ট চয়েজ ! সাধ্যের মধ্যেই দামে JioBook-এ ফিচার্স কী কী রয়েছে, দেখে নিন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:Trending Desk
Last Updated:
JioBook Price and Features: পড়াশোনায় যাতে সুবিধা হয়, সেই কারণেই এটা তৈরির সিদ্ধান্ত। আর এটাই সংস্থার প্রথম অলওয়েজ-অন, অলওয়েজ-কানেক্টেড ল্যাপটপ।
কলকাতা: ভারতের বাজারে JioBook ল্যাপটপ লঞ্চ করেছে Reliance। ছাত্রছাত্রীদের জন্য মূলত এটি তৈরি করা হয়েছে। অর্থাৎ পড়ুয়াদের পড়াশোনায় যাতে সুবিধা হয়, সেই কারণেই এটা তৈরির সিদ্ধান্ত। আর এটাই সংস্থার প্রথম ‘অলওয়েজ-অন, অলওয়েজ-কানেক্টেড’ ল্যাপটপ।
ফিচার:
এটি একটি কমপ্যাক্ট ল্যাপটপ। এতে থাকছে ১১.৬ ইঞ্চি এইচডি অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লে। এই ল্যাপটপ চালিত হচ্ছে Mediatek MT 8788 Octa Core/2.0 GHz/ ARM V8-A 64-bit-এর মাধ্যমে। এর সঙ্গে থাকবে ৪ জিবি এলপিডিডিআর৪ র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ। microSD কার্ড স্লটের মাধ্যমে এই স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত এক্সপ্যান্ড করা যেতে পারে। এই ল্যাপটপ চলে Jio OS-এর মাধ্যমে। Jio-র দাবি, এই ল্যাপটপটিকে একেবারে একটি PC-র মতো করে ডিজাইন করা হয়েছে। Jio OS-এ রয়েছে ৭৫টিরও বেশি শর্টকাট। এর সঙ্গে আছে সাপোর্ট ফর নেটিভ অ্যাপ, টাচপ্যাড জেস্চার এবং আরও অনেক কিছু।
advertisement
advertisement

এখানেই শেষ নয়, এই ল্যাপটপে ৮ ঘণ্টার বেশি ব্যাটারি লাইফের সুবিধাও পাওয়া যায়। এছাড়া স্টিরিও স্পিকার, ইনফিনিটি কি-বোর্ড এবং বড় টাচপ্যাডের সুবিধা তো আছেই। আর এতে রয়েছে মাল্টিপল কানেক্টিভিটি অপশনও। এর মধ্যে অন্যতম হল ইন-বিল্ট ৪জি সিম। এই সিম কার্ডটিকে জিও ওয়েবসাইট এবং MyJio অ্যাপের মাধ্যমে অ্যাক্টিভেট করতে হবে। এছাড়া এই ল্যাপটপে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই (2.4GHz এবং 5GHz)-এর সুবিধাও দেওয়া হয়েছে। আর সবথেকে বড় কথা হল, এই ল্যাপটপের মাধ্যমে JioTV, JioGames-সহ আরও নানা পরিষেবা প্রদান করবে Jio।
advertisement
মূল্য:
মাত্র ১৬,৪৯৯ টাকায় এই ল্যাপটপ লঞ্চ করেছে Reliance। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে, এই দামে বাজারে এটাই সবথেকে সেরা বিকল্প। আর গ্রাহকরা অ্যামাজন ইন্ডিয়া ওয়েবসাইটের মাধ্যমে তা কিনতে পারবেন। এর সঙ্গে রয়েছে আরও একটি চমক। মাত্র ১৫০০ টাকা খরচ করলে অতিরিক্ত সুবিধা পেয়ে যেতে পারেন গ্রাহকরা। এর মধ্যে থাকছে ফ্রি ব্যাকপ্যাক, ক্যুইক হিল অ্যান্টিভাইরাস প্রোগ্রাম, DigiBoxx-এর অ্যাকসেস।
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 02, 2023 8:46 AM IST