'কালা চশমা' পরে 5G লঞ্চ প্রধানমন্ত্রী মোদির, কী দেখা যায় এই চশমা পরলে!

Last Updated:

Jio Glass at 5G Launch: কত দাম এই চশমার! কী দেখা যায় এতে! জেনে নিন সব কিছু।

#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রগতি ময়দানে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে 5G পরিষেবার উদ্বোধনে হাজির ছিলেন। মূলত তাঁর হাত দিয়েই দেশে এই পরিষেবা চালু হল।
মহাষষ্ঠীতে প্রধানমন্ত্রীর কালো চশমা পরা একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে নেক্সট জেনারেশন প্রযুক্তি উন্মোচন করা হয়েছে।
লঞ্চ ইভেন্টে প্রধানমন্ত্রী মোদি প্রথমবারের মতো 5G পরিষেবার প্রযুক্তি ব্যবহার করেছেন। তিনি প্রথমে Jio প্যাভিলিয়নে প্রদর্শিত True 5G ডিভাইসগুলি দেখেন। তার পর Jio Glass পরে নিজেই পরিষেবার সুবিধা-অসুবিধা অনুভব করেন।
advertisement
advertisement
আরও পড়ুন- 5G ‌পরিষেবায় 4‌G‌–এর ১০০ গুণ স্পিড!‌ ব্যবহারকারীরা কীভাবে উপকৃত হবেন? জানুন
টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, টেলিকম প্রতিমন্ত্রী দেবুসিংহ চৌহান, রিলায়েন্স চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং রিলায়েন্স জিও চেয়ারম্যান আকাশ আম্বানিও প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন। কীভাবে 5G পরিষেবা শহর ও গ্রামাঞ্চলের স্বাস্থ্য পরিষেবা প্রদানে সহায়ক প্রমাণিত হবে, সেই বিষয়ে বিশদে জানান তিনি।
advertisement
Jio Glass-এর অ্যাপ্লিকেশনগুলি ই-লার্নিং, মিডিয়া, বিনোদন, গেমিং এবং ই-কমার্স-এর মতো সেক্টরগুলির জন্য ব্যবহার করা যেতে পারে। এই ডিভাইসটি স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত করা যাবে। ফলে ইউজার ভার্চুয়াল জগতের অভিজ্ঞতা নিতে পারেন।
প্রথম পর্যায়ে, 5G পরিষেবা পৌঁছে যাবে চারটি শহরে - দিল্লি, কলকাতা, মুম্বই, চেন্নাই। এই শহরগুলিতে 5G পরিষেবা পৌঁছে যাবে দীপাবলিতে অর্থাৎ ২২ থেকে ২৬ অক্টোবরের মধ্যে।তবে এই শহরগুলির কয়েকটি এলাকায় আপাতত পৌঁছবে পরিষেবা।
advertisement
এবার জেনে নেওয়া যাক, জিয়ো গ্লাসের ব্যাপারে। জিয়ো গ্লাসের ওজন ৭৫ গ্রামের মতো। দেখার পাশাপাশি ডিজিটাল অডিয়ো প্রযুক্তি ব্যবহার করে এতে শোনারও ব্যবস্থাও রয়েছে। অনলাইনে জিয়ো গ্লাসের দাম হতে পারে ৫ হাজার থেকে শুরু করে ১৫ হাজার টাকার মধ্যে।
আরও পড়ুন- বিপ্লব আনবে ৫জি ইমার্জেন্সি ভ্যান! ভ্রাম্যমাণ ক্লিনিকেই এ-বার মিলবে পরিষেবা
জিয়ো গ্লাস চোখে পরা থাকলে আলাদা করে কোনও স্ক্রিন-এর দিকে তাকাতে হবে না।  স্মার্টফোনের সঙ্গে ব্লু-টুথের মাধ্যমে এটিকে কানেক্ট করা যাবে। ভার্চুয়াল মাধ্যমে আপনি ঠিক যা যা করতে চান সবটাই করা যাবে জিও গ্লাস-এর মাধ্যমে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
'কালা চশমা' পরে 5G লঞ্চ প্রধানমন্ত্রী মোদির, কী দেখা যায় এই চশমা পরলে!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement