স্বাস্থ্য ক্ষেত্রে আমূল বিপ্লব আনবে ৫জি ইমার্জেন্সি ভ্যান! প্রত্যন্ত এলাকায় ভ্রাম্যমাণ ক্লিনিকেই এ-বার মিলবে পরিষেবা

Last Updated:

৫জি-র সাহায্যে যেখানে গ্রামে জরুরি সময়ে অগ্রাধিকারের ভিত্তিতে ওষুধ পাওয়া যাবে ৷

#কলকাতা: মহাষষ্ঠীর দিন দেশ জুড়ে শুরু হয়ে গেল ৫জি পরিষেবা। শনিবার দিল্লির প্রগতি ময়দানে অনুষ্ঠিত ভারতীয় মোবাইল কংগ্রেসে ৫জি পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ৫জি প্রযুক্তির হাত ধরে এখন থেকে মিলবে নিরবিচ্ছিন্ন কভারেজ, উচ্চ ডেটা রেট। সঙ্গে যোগাযোগ হবে আরও নির্ভরযোগ্য।
এই পরিষেবা চালু হওয়ায় দেশের বেশ কয়েকটি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। ৫জি-র মাধ্যমে দেশের গ্রামীণ এলাকায় মৌলিক সুবিধাগুলি প্রদান করা আরও সহজ হয়ে যাবে। আগামী দিনে স্বাস্থ্য পরিষেবা অবদানেও ৫জি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত বিশেষজ্ঞদের।
advertisement
advertisement
আজ ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসে দেখানো হয়েছে কীভাবে ৫জি প্রযুক্তি ব্যবহার করে গ্রামীণ এলাকায় টেলিমেডিসিনের মাধ্যমে আধুনিক চিকিৎসা সুবিধা প্রদান করা যায়। ৫জি-র সাহায্যে যেখানে গ্রামে জরুরি সময়ে অগ্রাধিকারের ভিত্তিতে ওষুধ পাওয়া যাবে, সেখানে টেলিমেডিসিনের মাধ্যমে দূরে বসে থাকা চিকিৎসকরা সাধারণ রোগীকে পরীক্ষা করে সঠিক সময়ে তাঁর চিকিৎসা করবেন।
মোবাইল ভ্যানে চিকিৎসা:
মোবাইল কংগ্রেসে ৫জি পরিষেবায় সজ্জিত একটি মোবাইল ভ্যান হাজির ছিল। প্রত্যন্ত গ্রামের মানুষদের স্বাস্থ্য পরিষেবা দিতে এই ধরনের মোবাইল ভ্যান ব্যবহার করা হবে। এই ভ্যান প্রয়োজনীয় সমস্ত চিকিৎসা সরঞ্জাম দিয়ে সজ্জিত থাকবে। বড় শহরে থাকা চিকিৎসকরা ৫জি-র মাধ্যমে এই ভ্যানের সঙ্গে যুক্ত থাকবেন। তার পাশাপাশি রোগীর অবস্থার উপরেও সরাসরি নজর রাখতে পারবেন। এর মধ্যমেই রিয়েল টাইম রোগী সংক্রান্ত যাবতীয় তথ্য মিলবে। ৫জি-র মাধ্যমে চিকিৎসকরা ভ্যানে উপস্থিত কর্মীদের নির্দেশ দেবেন। সেই অনুযায়ী রোগীর চিকিৎসা করবেন তাঁরা। এই মোবাইল ভ্যানের মাধ্যমে চিকিৎসা খরচ হবে মাত্র ৬০ টাকা।
advertisement
মোবাইল ক্লিনিক:
একই ভাবে একটি ছোট ভ্যান এবং একটি ক্লিনিকও দেখানো হয় মোবাইল কংগ্রেসে। ৭.৫০ লক্ষ টাকা ব্যয়ে ছোট্ট ভ্যানটি তৈরি করা হয়েছে। ৫জি নেটওয়ার্ক এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামে সজ্জিত এই ভ্যানের সাহায্যে বিশ্বের যে কোনও প্রান্তে বসে গ্রামের রোগীদের চিকিৎসাও করতে পারবেন চিকিৎসকেরা। সেই সঙ্গে কয়েকটি গ্রামে একটি যৌথ ৫জি ক্লিনিকও তৈরি করার চিন্তাভাবনা চলছে। ডাক্তাররা টেলিমেডিসিনের মাধ্যমে এই ক্লিনিকে আগত রোগীদের চিকিৎসা করতে পারবেন। শুধুমাত্র ৫জি-র দ্রুত গতিকে কাজে লাগিয়েই এই সব সম্ভব হবে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
স্বাস্থ্য ক্ষেত্রে আমূল বিপ্লব আনবে ৫জি ইমার্জেন্সি ভ্যান! প্রত্যন্ত এলাকায় ভ্রাম্যমাণ ক্লিনিকেই এ-বার মিলবে পরিষেবা
Next Article
advertisement
Dilip Ghosh: ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
  • ছাব্বিশের বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড। সেই লক্ষ্যে এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

VIEW MORE
advertisement
advertisement