পুজোর মধ্যেই পেতে পারেন পিএফের সুদ, ঘরে বসে চেক করুন ব্যালেন্স, জেনে নিন পুরো প্রক্রিয়া!

Last Updated:

এবার ৮.১ শতাংশ হারে সুদ পিএফ অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে।

#কলকাতা: পিএফ অ্যাকাউন্ট থাকলে শীঘ্রই মিলতে পারে সুখবর। কয়েক দিনের মধ্যেই পিএফ-এর সুদের টাকা দেবে কেন্দ্রীয় সরকার। সরাসরি পাঠানো হবে পিএফ অ্যাকাউন্টে। এতে উপকৃত হবেন প্রায় ৬ কোটি কর্মী। চলতি বছরে ইপিএফও ৮.১ শতাংশ সুদ নির্ধারণ করেছে। তবে ৪০ বছরে এটাই সর্বনিম্ন সুদের হার। এর আগে সরকার ৮.৫ শতাংশ হারে সুদ দিয়েছিল। কিন্তু এবার ৮.১ শতাংশ হারে সুদ পিএফ অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে।
বলে রাখা ভাল, কিছু মিডিয়া রিপোর্ট অনুসারে ৩০ অগাস্ট পিএফ-এর সুদ স্থানান্তরের কথা ছিল। কিন্তু সেই টাকা এখনও ইপিএফও সদস্যদের অ্যাকাউন্টে ঢোকেনি। এই পরিস্থিতিতে যাঁদের পিএফ অ্যাকাউন্ট আছে তাঁরা ঘরে বসেই ব্যালেন্স চেক করতে পারেন। এখানে ঘরে বসে পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করার কয়েকটি পদ্ধতি জানানো হল।
advertisement
advertisement
মিসড কল দিয়ে পিএফ ব্যালেন্স চেক করা যায়: চাইলে মিসড কল দিয়ে পিএফ ব্যালেন্স চেক করতে পারবেন অ্যাকাউন্টধারীরা। এর জন্য রেজিস্টার করা মোবাইল নম্বর থেকে ০১১-২২৯০১৪০৬ নম্বরে মিসড কল করতে হবে। মিসড কলের পর স্বয়ংক্রিয়ভাবেই ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তারপর মিলবে ব্যালেন্সের তথ্য।
ইপিএফও পোর্টালের মাধ্যমে: ব্যালেন্স চেক করতে প্রথমে ইপিএফও ওয়েবসাইট www.epfindia.gov.in-এ প্রবেশ করতে হবে। ইউএএন এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর পরিষেবা ট্যাবে গিয়ে কর্মচারিদের জন্য অপশনে ক্লিক করতে হবে। এরপর ডাউনলোড/ভিড পাসবুকে ক্লিক করলেই গ্রাহকের সামনে চলে আসবে যাবে পাসবুকের তথ্য। সেখানেই ব্যালেন্স দেখা যাবে।
advertisement
এসএমএসের মাধ্যমে: পিএফ অ্যাকাউন্টের গ্রাহক ইউএএন (ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর)-এর সঙ্গে নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করে ইপিএফওএইচও ইউএএন ইএনজি টাইপ করে ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে এসএমএস পাঠিয়ে ব্যালেন্স চেক করতে পারেন।
উমং অ্যাপের মাধ্যমে: এই অ্যাপের মাধ্যমে ইপিএফ ব্যালেন্স চেক করা যায়। এর জন্য উমং অ্যাপ খুলে ইপিএফও অপশনে ক্লিক করতে হবে। সামনে আসবে ‘এমপ্লয়ি সেন্ট্রিক সার্ভিস’ ট্যাব। তাতে ক্লিক করলে ‘ভিউ পাসবুক’ অপশন খুলে যাবে। এখানে ইউএএন এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করা মোবাইল নম্বরে ওটিপি আসবে। সেটা দিলেই ইপিএফ ব্যালেন্স দেখা যাবে।
advertisement
পিএফ অ্যাকাউন্ট কী: পিএফ অ্যাকাউন্টের অধীনে প্রতি মাসে বেতন থেকে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা কেটে নেওয়া হয় এবং ইপিএফ অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। এই টাকার উপর বার্ষিক একটা সুদ দেওয়া হয়। সেই সুদই আসতে চলেছে বলে জানা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
পুজোর মধ্যেই পেতে পারেন পিএফের সুদ, ঘরে বসে চেক করুন ব্যালেন্স, জেনে নিন পুরো প্রক্রিয়া!
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টির পূর্বাভাস নেই রাজ্যে, তাপমাত্রা নেমেছে স্বাভাবিকে, শীতের আমেজ মিলবে কবে থেকে দেখে নিন
বৃষ্টির পূর্বাভাস নেই রাজ্যে, তাপমাত্রা নেমেছে স্বাভাবিকে, শীতের আমেজ মিলবে কবে দেখে নিন
  • বৃষ্টির পূর্বাভাস নেই রাজ্যে

  • তাপমাত্রা নেমেছে স্বাভাবিকে

  • শীতের আমেজ মিলবে কবে দেখে নিন

VIEW MORE
advertisement
advertisement