Smartphone: নতুন বছরে নতুন স্মার্টফোন কিনতে চান? এই ৫ মডেলের দিকে নজর রাখুন, ফিচার দেখলে চমকে যাবেন
- Published by:Ankita Tripathi
- trending-desk
Last Updated:
OnePlus ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, ২০২৫-এর জানুয়ারিতে লঞ্চ হবে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 13।
রাত ফুরোলেই নতুন বছর। আর নতুন বছরে যদি নতুন স্মার্টফোন হয়, তাহলে তো কথাই নেই। ২০২৫-এর শুরুতেই বেশ কয়েকটি স্মার্টফোন লঞ্চ হতে চলছে। এর মধ্যে যেমন বাজেট ফোন রয়েছে, তেমনই রয়েছে মডারেট রেঞ্জ এবং প্রিমিয়াম সেগমেন্টের ফোনও।
OnePlus 13: OnePlus ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, ২০২৫-এর জানুয়ারিতে লঞ্চ হবে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 13। এই মডেলের পারফরম্যান্স আগের মডেলগুলিকে ছাড়িয়ে যাবে। এতে দেওয়া হয়েছে স্ল্যাপড্রাগন ৮ এলিট চিপসেট।
advertisement
advertisement
OnePlus 13-এ থাকছে গ্রিন লাইন ফ্রি ডিসপ্লে টেকনোলজি। এই প্রযুক্তি OnePlus 13-এই প্রথম ব্যবহার করবেন ইউজাররা। অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অক্সিজেন ওএস ১৫-এ চলবে ফোন। সঙ্গে থাকছে হ্যাসেলব্লাড টিউনিং সহ ক্যামেরা সেটআপ। ধুলোবালি ও জল প্রতিরোধে IP69 রেটিং পেয়েছে OnePlus 13।
Samsung Galaxy S25 Ultra: প্রিমিয়াম অ্যান্ড্রয়েড স্মার্টফোন সেগমেন্টে ঝড় তুলে দেবে Samsung Galaxy S25 Ultra। এমনটা বলছেন অনেকেই। ইতিমধ্যেই বেশ কিছু ফিচার ফাঁস হয়েছে। এই স্মার্টফোনটিকে ঘিরে গুজবও ছড়িয়েছে বিস্তর।
advertisement
জানা গিয়েছে, Samsung Galaxy S25 Ultra দেখতে আগের মডেলের মতোই, তবে পারফরম্যান্সের দিক থেকে অনেক শক্তিশালী। এতে থাকছে স্ন্যাপড্রাগন ৮ এলিট, যা অ্যান্ড্রয়েড ১৫-ভিত্তিক ওয়ানইউআই ৭ সহ বাজারে আসবে। ফেব্রুয়ারিতে এই স্মার্টফোন লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
Asus ROG Phone 9: Asus-এর ROG Phone 9 ইতিমধ্যেই লঞ্চ হয়ে গিয়েছে। ২০২৫-এর শুরুর দিকে ভারতের বাজারে ঢুকবে বলে অনুমান করছেন টেক বিশেষজ্ঞরা। গেমারদের কথা মাথায় রেখেই ROG Phone 9 ডিজাইন করা হয়েছে। এতে থাকছে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপ এবং উন্নত কুলিং সিস্টেম, যা পিক পারফরম্যান্স ধরে রাখবে। এর 165Hz ডিসপ্লে এবং শক্তিশালী 5,800mAh ব্যাটারিও গেমাদের পছন্দের সঙ্গে মানানসই।
advertisement
Xiaomi 15: ২০২৫ সালের প্রথম তিন মাসের মধ্যেই Xiaomi 15 মডেল লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। এটাও স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট চালিত ফোন। তবে এর ডিজাইন অন্যান্য স্মার্টফোনের চেয়ে অনেক কমপ্যাক্ট। Xiaomi 15-এ থাকছে ৬.৩৬ ইঞ্চির স্ক্রিন। লেইকা টিউনিং সহ দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। আকারে ছোট হলেও ব্যাটারি বড়। জানা গিয়েছে, এতে 5,400mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে।
advertisement
iPhone SE 4: অ্যাপলের সবচেয়ে সস্তার আইফোনের লেটেস্ট ভার্সন iPhone SE 4। এতে আইফোনের ইউনিক ফিচারের পাশাপাশি অ্যাপল ইন্টেলিজেন্সও দেওয়া হচ্ছে। শোনা যাচ্ছে iPhone 14 এবং iPhone 15-এর কিছু স্পেয়ার দিয়ে iPhone SE 4 তৈরি হয়েছে। যাঁরা কম দামে আপগ্রেডেড iPhone চান, তাঁদের জন্য আদর্শ।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
December 24, 2024 9:07 PM IST

