Tech Tips: ডকুমেন্ট স্ক্যান করে রাখুন মোবাইলে, এই কায়দা জানলে আর ঝক্কি পোহাতে হবে না
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
গুগল ড্রাইভ এবং অ্যাপের সাহায্যে ফোনের যে কোনও ডকুমেন্ট করুন স্ক্যান, জেনে নিন কীভাবে
Tech Tips: আমরা অনেক সময়ই মোবাইল ফোনে অনেক দরকারি কাগজপত্র রাখি। কোনওটা ছবি তুলে ফাইল তৈরি করা হয়, কিছু ডকুমেন্ট আবার স্ক্যান করে রাখা হয়। যাঁরা ফোনে ডকুমেন্ট স্ক্যান করতে জানেন না, তাঁরা অনেক সময়ই দরকারি কাগজ রাখতে আলাদা ফাইল ব্যবহার করেন। আজ আমরা জেনে নেব কীভাবে সহজেই ডকুমেন্ট স্ক্যান করে সেগুলিকে আমাদের মোবাইল ফোনেই স্টোর করে রাখা যায়। তাহলে দরকারের সময় আমরা এই ডকুমেন্টগুলিকে অনায়াসেই যে কারও সঙ্গে শেয়ার করতে পারব।
ফোনে কোনও ডকুমেন্ট স্ক্যান করার দু’টি প্রধান উপায় রয়েছে৷ একটি হল, আমরা গুগল ড্রাইভের (Google Drive) মাধ্যমে এটি করতে পারি, দ্বিতীয়ত আমরা অ্যান্ড্রয়েড প্লে স্টোরের (Google Play Store) যে কোনও অ্যাপের মাধ্যমে যে কোনও ডকুমেন্ট স্ক্যান করতে পারি।
আরও পড়ুন - বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে
গুগল ড্রাইভ থেকে ডকুমেন্ট স্ক্যান করা-
advertisement
advertisement
- সবার প্রথমে আমাদের গুগল ড্রাইভ অ্যাপ খুলতে হবে।
- এতে একটি '+' চিহ্ন দেখাবে, এটিতে ক্লিক করতে হবে।
- এখানে আমরা ৬টি অপশন খুঁজে পাব, যার মধ্যে একটি 'Scan' অপশনও থাকবে, সেটিতে ক্লিক করতে হবে।
- এখন আমরা যে ডকুমেন্টটি স্ক্যান করতে চাই তা স্ক্যান করতে হবে। স্ক্যান করার পরে ডকুমেন্টটিকে নিজের ইচ্ছে অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারি, সেই সম্পর্কিত বিভিন্ন টুলও থাকবে।
advertisement
- এইবার মোবাইলের ফ্ল্যাশ লাইট ব্যবহার না করে ডকুমেন্টটি স্ক্যান করতে হবে।
- ডকুমেন্টটি স্ক্যান করার পর, '√' চিহ্নে ক্লিক করতে হবে।
- তারপর এটি আমাদের ড্রাইভে সেভ করতে হবে।
- অ্যাপের ভিতরে '+' চিহ্নে ক্লিক করার পরে, আমরা পূর্বের ডকুমেন্টের সঙ্গে একবারে আরও ডকুমেন্ট সেভ করতে পারি।
advertisement
ফোনেও এভাবে ডকুমেন্ট স্ক্যান করা যায়। গুগল ড্রাইভ ছাড়াও, আমরা 'ক্যামস্ক্যানার অ্যাপ্লিকেশন' অ্যাপটিও ব্যবহার করতে পারি। এর সাহায্যে আমরা পিডিএফ (PDF) ফরম্যাটে যে কোনও ডকুমেন্ট সেভ করতে পারব।
আরও পড়ুন - সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু
view commentsএছাড়াও আমরা ড্রাইভে সংরক্ষিত ডকুমেন্টগুলিকে 'ক্যাম স্ক্যানার'-এর ক্লাউডেও সেভ করে রাখতে পারি। পরে যে কোনও দরকারে তাদের ব্যবহার করা যেতে পারে। আমরা সহজেই আমাদের যে কোনও ডকুমেন্ট যেমন- আধার কার্ড, আইডেনটিটি কার্ড, মার্কশিট ইত্যাদি ডকুমেন্টকে ইচ্ছে অনুযায়ী স্ক্যান করে রাখতে পারি।
Location :
First Published :
August 12, 2022 12:28 PM IST