সূর্যের গায়ে সাপ! সোলার স্নেকের এই ভিডিও তোলপাড় ফেলে দিল বিজ্ঞানী মহলে

Last Updated:

এই ভিডিওটি দেখলে বিষয়টি আরও স্পষ্ট করছে বুঝতে পারবেন সাধারণ মানুষ৷

#নয়াদিল্লি: একে বলা হচ্ছে ‘সোলার স্নেক’৷ সূর্যের একটি অত্যাধুনিক মহাজাগতিক ভিডিও সম্প্রতি এই কারণেই তোলপাড় ফেলে দিয়েছে বিজ্ঞানী মহলে৷ ইউরোপীয় সোলার অরবিটের দূরবীনে ধরা পড়া এই ভিডিও দেখলে চমকে যেতে পারেন আপনিও৷
কেমন হঠাৎ করে সূর্যের শরীর বেয়ে ছুটে গেল সাপের মতো একট কিলবিলে রেখা৷ গত সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখে ঘটে যাওয়া এই ঘটনা দেখে এখন চমকে যাচ্ছেন অনেকেই৷ বিজ্ঞানীদের তরফ থেকে বলা হয়েছে, অপেক্ষাকৃত ঠাণ্ডা গ্যাস এউ আগুনের গোলা সূর্যের শরীরে নিজের যাতায়াতের চেষ্টা চালাচ্ছে, তাতেই এই ঘটনা ঘটেছে৷
advertisement
advertisement
এই ভিডিওটি দেখলে বিষয়টি আরও স্পষ্ট করছে বুঝতে পারবেন সাধারণ মানুষ৷ ইউরোপীয় স্পেস এজেন্সির তরফ থেকে একটি বিবৃতি দিয়ে পরবর্তীকালে বলা হয়েছে, এই প্লাজমা দ্বারা এই দীর্ঘ ফিলামেন্ট তৈরি হয়ে সূর্যের একদিক থেকে সেটি অন্যদিকে যাচ্ছে৷
সূর্য়ের প্রচণ্ড তাপের মধ্যেও ঠাণ্ডা গ্যাসের যাতায়াতের কারণেই এই ঘটনা ঘটেছে৷ এটি সূূর্যের একপাশ থেকে অন্যপাশে যাচ্ছে, সেটি বোঝা যাচ্ছে এই ভিডিওতে৷
advertisement
বিজ্ঞানী ডেভিড লং বলেছেন, আপনারা যা দেখছেন, তাতে প্লাজমা একদিক থেকে অন্যদিকে যাচ্ছে, তবে চৌম্বকীয় ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডের কারণে এটি অভাবে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছে৷ তবে যে ভিডিওটি দেখা যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে এই প্লাজমা এক দিক ছেড়ে অন্য দিকে যাচ্ছে৷
advertisement
কিন্তু আসলে এই ঘটনা ঘটতে মোট সময় লেগেছিল তিন ঘণ্টা৷ সেটি টাইম ল্যাপ্স ভিডিওতে এত তাড়াতাড়ি দেখা যাচ্ছে৷ এই যাত্রার সময় প্লাজমান গতি ছিল ১৭০ কিলোমিটার প্রতি ঘণ্টায়৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
সূর্যের গায়ে সাপ! সোলার স্নেকের এই ভিডিও তোলপাড় ফেলে দিল বিজ্ঞানী মহলে
Next Article
advertisement
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ উন্নাও কাণ্ডের নির্যাতিতার
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে উন্নাও নির্যাতিতা
  • উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপ সিং সেনগরের জামিনে দিল্লিতে উত্তেজনা, নির্যাতিতা ও তাঁর মা প্রতিবাদে শামিল হন.

  • নির্যাতিতা প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার চেয়ে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান.

  • বিক্ষোভে পুলিশ ও সিআরপিএফ নির্যাতিতা ও তাঁর মাকে বাধা দেয়, বৃদ্ধা মাকে ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে.

VIEW MORE
advertisement
advertisement