আচমকা কার্ডিয়াক অ্যারাস্ট, অতি সঙ্কটে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা
- Reported by:AVIJIT CHANDA
- news18 bangla
- Written by:Rachana Majumder
Last Updated:
বুধবার আচমকা হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী। পরপর হার্ট অ্যাটাক, অবস্থা স্থিতিশীল নয় বলেই হাসপাতাল সূত্রে খবর৷
#কলকাতা: আরও সঙ্কটজনক ঐন্দ্রিলা শর্মা৷ বুধবার হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী৷ দেওয়া হয়েছে সিপিআর৷ অবস্থা স্থিতিশীল নয় বলেই হাসপাতাল সূত্রে খবর৷
অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার অবস্থা স্থিতিশীল নয়। তাঁর মস্তিষ্কে নতুন করে রক্ত জমাট বেঁধেছে। হাসপাতাল সূত্রে খবর, ঐন্দ্রিলার মস্তিষ্কের যে দিকে অস্ত্রোপচার করা হয়, তার বিপরীত দিকে বেশ কয়েক জায়গায় রক্ত জমাট বেঁধেছে। তবে এ বার আর অস্ত্রোপচার করা হবে না জানা গিয়েছে। ওষুধের সাহায্যে সেই জমাট বাঁধা রক্ত বার করার চেষ্টা করা হচ্ছে।
advertisement
নতুন করে সংক্রমণ ধরা পড়েছে ঐন্দ্রিলার। রয়েছে জ্বরও। এখনও জ্ঞান ফেরেনি অভিনেত্রীর। বাড়ানো হয়েছে ভেন্টিলেশনের প্রেসার। মস্তিষ্কে অস্ত্রোপারের পর ঐন্দ্রিলার দ্রুত সেরে ওঠার আশা দেখা গিয়েছিল। চলতি সপ্তাহের ছবিটা যদিও অন্য রকম।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Nov 16, 2022 10:35 AM IST








