Instagram New Features: সাইলেন্ট ম্যাসেজিং বা গানের প্রিভিউ শেয়ার! এক গুচ্ছ নতুন ফিচার নিয়ে আসছে Instagram

Last Updated:

Instagram New Feature: ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা খুব সহজেই যে কোনও মেসেজের উত্তর দিতে পারবেন।

Instagram New Features: ইন্সটাগ্রামের (Instagram) তরফে জানান হয়েছে, ব্যবহারকারীদের সুবিধার্থে তারা নিয়ে আসতে চলেছে নতুন ৭টি ফিচার (Instagram New Features)। এক নজরে দেখে নিন সেই ফিচার।
Reply While You Browse -
এর মাধ্যমে ইনস্টাগ্রাম (Instagram) ব্যবহারকারীরা খুব সহজেই যে কোনও মেসেজের রিপ্লাই দিতে পারবেন। তাঁরা যখন ইন্সটাগ্রামে অ্যাপ ব্রাউজ করতে থাকবেন, তখনও নতুন এই ফিচারের (Instagram New Feature) মাধ্যমে মেসেজের রিপ্লাই দিতে পারবেন। এর ফলে ইন্সটাগ্রাম অ্যাপ দেখার সময়ে মেসেজের রিপ্লাই করা আরও সহজ হবে। এর ফলে খুব সহজেই অন্যের সঙ্গে কথা বলা সম্ভব হবে।
advertisement
advertisement
Quickly Send To Friends -
এর মাধ্যমে খুব সহজেই যে কোনও পোস্ট নিজেদের বাছাই করা বন্ধুদের মধ্যে শেয়ার করা যাবে। এই ফিচারের মাধ্যমে নতুন একটি শর্টকাটের দ্বারা নিজেদের পছন্দ মতো মানুষের সঙ্গে শেয়ার করতে পারবেন যে কোনও ধরনের পোস্ট। শেয়ার বাটনে ক্লিক করলেই সেটি খুব সহজে শেয়ার হয়ে যাবে।
advertisement
See Who's Online -
এর মাধ্যমে খুব সহজেই বোঝা যাবে কে অনলাইনে রয়েছে অর্থাৎ কার সঙ্গে সেই সময় চ্যাট করা সম্ভব। ইনবক্সের একদম উপরে দেখা যাবে এই বিশেষ ফিচার। বোঝা যাবে কে সেই মুহূর্তে অনলাইন রয়েছেন। এর ফলে খুব সহজেই বন্ধুদের সঙ্গে চ্যাট করা যাবে।
advertisement
Play, Pause and re-play -
এর মাধ্যমে যে কোনও ধরনের ভিডিয়ো এবং মিউজিক প্লে করা যাবে। নিজেদের পছন্দ মতো বন্ধ করা যাবে আবার নিজেদের ইচ্ছা অনুযায়ী ফের চালু করা যাবে। এর ফলে খুব সহজেই যে কোনও ভিডিয়ো ও কনটেন্ট দেখা যাবে।
Send messages Quietly -
মেসেজ পাঠানোর সময় যদি কেউ ব্যস্ত থাকেন তাহলে @silent যোগ করে মেসেজ পাঠানো যাবে। এর ফলে সেই ইউজার ফ্রি হয়ে সেই মেসেজ দেখতে পাবে।
advertisement
Keep it on the lo-fi -
এর মাধ্যমে যে কোনও গ্রুপের মেম্বাররা চ্যাট করতে পারবেন। এই ধরনের চ্যাট খুবই সুরক্ষিত হবে। এর ফলে আরও ব্যাক্তিগত চ্যাট করতে পারবেন ইউজাররা। ইউজারদের সুরক্ষার দিকটি বিশেষ ভাবে নজর দেওয়া হয়েছে এই ফিচারের ক্ষেত্রে।
advertisement
Create a poll with your squad -
এই ফিচারের মাধ্যমে গ্রুপ চ্যাটের ক্ষেত্রে পোল ক্রিয়েট করা সম্ভব হবে। এর ফলে ইউজারদের সুবিধা হবে পোল ক্রিয়েট করতে। ফেসবুক মেসেঞ্জারে ইতিমধ্যেই রয়েছে নতুন এই ফিচার।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Instagram New Features: সাইলেন্ট ম্যাসেজিং বা গানের প্রিভিউ শেয়ার! এক গুচ্ছ নতুন ফিচার নিয়ে আসছে Instagram
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement