Google Chrome Enhanced Safe Browsing Mode: খারাপ ওয়েবসাইটের খপ্পরে মোবাইল? এখনই জেনে নিন সেফ ব্রাউজিং মোড চালু করার উপায়

Last Updated:

How to Enable Enhanced Safe Browsing Mode in Google Chrome: ইন্টারনেট ব্যবহারকারীর সুরক্ষায় ‘সেফ ব্রাউজিং মোড’ (Safe Browsing Mode) উন্নত মানের একটি নিরাপত্তা ব্যবস্থা।

Safe Browsing in Google Chrome: ইন্টারনেট ব্রাউজিংয়ের দুনিয়ায় ভরসার নাম গুগল ক্রোম (Google Chrome)। ২০২১ সালের হিসেব অনুযায়ী সারা বিশ্বে প্রায় ৩.২ বিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারী মানুষে এই ব্রাউজার ব্যবহার করেছেন। একদিকে যেমন রয়েছে কম্পিউটার তেমনই রয়েছে স্মার্টফোন— দুই ধরনের যন্ত্রেই গুগল ক্রোম ব্যবহারকারীকে নিরাপদ সার্ফিংয়ের প্রতিশ্রুতি দেয়।
আজকের দুনিয়ায় ‘সেফ ব্রাউজিং’ এক অন্যতম চাহিদা। ইন্টারনেট ব্যবহারকারীর সুরক্ষায় ‘সেফ ব্রাউজিং মোড’ (Safe Browsing Mode) উন্নত মানের একটি নিরাপত্তা ব্যবস্থা। উন্নত সেফ ব্রাউজিং মোড লক্ষণীয় ভাবে ম্যালওয়্যারের আক্রমণ থেকে বাঁচায়।
সমস্ত অ্যান্ড্রয়েড ফোন এবং PC-তে গুগল ক্রোমে এই সেফ ব্রাউজিং মোড (Safe Browsing in Google Chrome) ব্যবহার করা যায়। iOS এবং iPad-এর ক্ষেত্রে ক্রোম ব্যবহারকারীরা এখনও এই বিশেষ পরিষেবা পান না।
advertisement
advertisement
ফোন যদি গুগল ক্রোম সেফ ব্রাউজিং মোড (Safe Browsing in Google Chrome) ব্যবহারের উপযোগী হয়, তা হলে কী ভাবে তা অ্যাক্টিভেট করতে হবে, ধাপে ধাপে রইল তারই খুঁটিনাটি।
১. Google Chrome ব্রাউজার খুলুন। Chrome UI (ইউজার-ইন্টারফেস) এর তিনটি বিন্দুতে ট্যাপ/ক্লিক করতে হবে।
advertisement
২. বিকল্পগুলির মধ্যে, বামদিকে সেটিংস > নিরাপত্তা এবং গোপনীয়তা > নিরাপত্তা ক্লিক করতে হবে।
৩. এখানে, নিরাপত্তার তিনটি ভিন্ন স্তর পাওয়া যাবে–
(ক) কোনও সুরক্ষা নেই,
(খ)স্ট্যান্ডার্ড সুরক্ষা এবং
(গ)উন্নত সুরক্ষা।
৪. তিনটির মধ্যে, ‘উন্নত সুরক্ষা’য় ক্লিক করতে হবে এবং এটি এনেবল করতে হবে৷
advertisement
এতে কী লাভ?
১. Google Chrome ওয়েবসাইটগুলি পরীক্ষা করবে এবং সম্ভাব্য বিপজ্জনক URL গুলির একটি তালিকার সঙ্গে মিলিয়ে দেখবে৷
২. ব্রাউজার নিজেই পরীক্ষা করে দেখে নেবে যে, ই-মেইল এবং পাসওয়ার্ড-সহ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের সুরক্ষা কোথাও লঙ্ঘিত হচ্ছে কি না! কোনও ওয়েব সাইটে এই ধরনের বেআইনি কাণ্ড ঘটলে ইন্টারনেট ব্যবহারকারীকে একটি সতর্ক বার্তা পাঠাবে ব্রাউজার।
advertisement
৩. Google Chrome উন্নত নিরাপদ ব্রাউজিং মোড ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা ৩৫ শতাংশ পর্যন্ত হ্রাস করে৷
4. সম্ভাব্য বিপজ্জনক URL-এর তালিকায় না থাকলেও কোনও খারাপ ওয়েবসাইটকে চিহ্নিত করতে পারে সেফ ব্রাউজিং মোড। সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপও করতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Google Chrome Enhanced Safe Browsing Mode: খারাপ ওয়েবসাইটের খপ্পরে মোবাইল? এখনই জেনে নিন সেফ ব্রাউজিং মোড চালু করার উপায়
Next Article
advertisement
SIR Update: ভোটারের দেখা না পেলে এক বাড়িতে কতবার আসবেন BLO? কী করণীয় আপনার, জানুন SIR-এর জরুরি তথ্য
ভোটারের দেখা না পেলে এক বাড়িতে কতবার আসবেন BLO? কী করণীয় আপনার, জানুন SIR-এর জরুরি তথ্য
  • ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা৷

  • ভোটারের দেখা না পেলে কী করবেন বিএলও-রা?

  • কী করণীয় ভোটারের, সব জানিয়ে দিল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement