Purulia Fire: পুরুলিয়া বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলছে দোকানপাট, শহর জুড়ে চাঞ্চল্য

Last Updated:

Purulia Bus Stand Fire: রবিবার রাতে পুরুলিয়া শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন একটি দোকানে আগুন লাগে। ক্ষণিকের মধ্যে আগুনের লেলিহান শিখা দাউদাউ করে বাড়তে থাকে। পার্শ্ববর্তী দোকানগুলিতেও আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে।

+
পুরুলিয়ায়

পুরুলিয়ায় বাসস্ট্যান্ডের কাছে আগুন

পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহর পুরুলিয়ায়। রবিবার রাতের দিকে পুরুলিয়া শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় আগুন লেগে যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। শোরগোল পড়ে যায় গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসস্ট্যান্ডে অবস্থিত একটি দোকানে হঠাৎই অজ্ঞাত কারণবশত আগুন লেগে যায়। তারপর ক্ষণিকের মধ্যে আগুনের লেলিহান শিখা দাউদাউ করে বাড়তে থাকে। পার্শ্ববর্তী দোকানগুলিতেও আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। পৌঁছায় বিরাট পুলিশ বাহিনীও। ‌যুদ্ধকালীন তৎপরতায় চলে আগুন নেভানোর কাজ। দমকলের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
advertisement
আরও পড়ুনঃ পাড়ার কালীপুজোর শোভাযাত্রায় বেরিয়ে কী সর্বনাশ! জেনারেটরের ইঞ্জিনে চুল জড়িয়ে শেষ তরুণী, সামনেই ছিল বিয়ে
এ বিষয়ে বাসস্ট্যান্ডের এক দোকানদার আশীষ কুমার সিনহা বলেন, তিনি হঠাৎ করেই খবর পান তার দোকানে আগুন লেগে গিয়েছে। খবর পাওয়া মাত্রই ছুটে আসেন তিনি। এসে দেখেন তার দোকান ও পার্শ্ববর্তী দোকানগুলিতে আগুন জ্বলছে। ডিসপোজাল সামগ্রীর দোকান ছিল তার। দোকানের অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শহরের প্রাণকেন্দ্র পুরুলিয়া বাস স্ট্যান্ড। প্রতিদিন বহু মানুষ রুটি রুজির টানে এই বাসস্ট্যান্ডে আসেন। ‌সকাল থেকে রাত পর্যন্ত মানুষের ভিড় লেগে থাকে এই বাসস্ট্যান্ডে। ‌গুরুত্বপূর্ণ এই জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীদের মধ্যে অনেকটাই আতঙ্ক ছড়িয়েছে। ‌যদিও কোনও প্রাণহানি হয়নি বলে জানা গিয়েছে। তবে ঠিক কীভাবে আগুন লেগেছে তার সঠিক কারণ জানা যায়নি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia Fire: পুরুলিয়া বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলছে দোকানপাট, শহর জুড়ে চাঞ্চল্য
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতায় সামান্য বাড়ল তাপমাত্রা, রাজ্যে বজায় থাকবে শীতের আমেজ, থাকবে কুয়াশার দাপটও !
কলকাতায় সামান্য বাড়ল তাপমাত্রা, রাজ্যে বজায় থাকবে শীতের আমেজ, থাকবে কুয়াশার দাপটও !
  • কলকাতায় সামান্য বাড়ল তাপমাত্রা

  • রাজ্যে বজায় থাকবে শীতের আমেজ

  • থাকবে কুয়াশার দাপটও !

VIEW MORE
advertisement
advertisement