iPhone Special Feature: আপনার iPhone চুরি করেও অন্যরা ব্যবহার করতে পারবে না! বিশেষ টেকনোলজির কামাল

Last Updated:

সাধারণ Android ফোনের তথ্য হাতিয়ে নেওয়া যত সহজ, তত সহজ নয় iPhone-এর ক্ষেত্রে। কিন্তু যদি কোনও ভাবে iPhone-এর ৪ সংখ্যা পাসকোড হাতে পড়ে যায় দুষ্কৃতীদের তারা ওই ফোন ক্র্যাক করে ফেলতে পারে। তাই Apple আনছে নতুন সুরক্ষা ব্যবস্থা Stolen Device Protection।

মুম্বই: Apple-এর নতুন iOS 17.3 ভার্সনের জন্য নতুন একটি ফিচার কার্যকর হতে চলেছে। মনে করা হচ্ছে এই ফিচার দারুন কার্যকরী হবে ব্যবহারকারীদের নিরাপত্তার ক্ষেত্রে। গত কয়েক মাসে এমন অনেক ঘটনার কথা জানা গিয়েছে, যেখানে স্মার্টফোন ছিনতাইয়ের পর ভিতরে থাকা বিভিন্ন অ্যাপ থেকে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে দুষ্কৃতীরা। সাধারণ Android ফোনের তথ্য হাতিয়ে নেওয়া যত সহজ, তত সহজ নয় iPhone-এর ক্ষেত্রে। কিন্তু যদি কোনও ভাবে iPhone-এর ৪ সংখ্যা পাসকোড হাতে পড়ে যায় দুষ্কৃতীদের তারা ওই ফোন ক্র্যাক করে ফেলতে পারে। তাই Apple আনছে নতুন সুরক্ষা ব্যবস্থা Stolen Device Protection।
এই ফিচার একেবারেই অন্যরকম। যদি ফোন চুরি যাওয়ার পরও কেউ পাসকোড দিয়ে তা খুলতে না পারে, তাহলে কোনও কাজই করবে না Stolen Device Protection নামক ফিচারটি।
advertisement
কিন্তু যদি দেখা যায় ফোনটি খোয়া গিয়েছে এবং তার পাসকোডও ক্র্যাক করা গিয়েছে, তাহলেই কাজ শুরু করে দেবে এই ফিচার।
advertisement
কী কাজ করবে এই ফিচার—
আসলে ফোনটির লোকেশন যদি কোনও অপরিচিত জায়গায় হয়, তাহলেই কাজ শুরু করবে এই ফিচার।
প্রাথমিক ভাবে ফোন তখন ফেস আইডি চাইতে শুরু করবে।
দ্বিতীয়ত, Apple ID পাসওয়ার্ডের মতো কোনও সেটিংস পরিবর্তন করতে দেবে না। Lost Mode বন্ধ করে দেওয়াও যাবে না। কোনও পেমেন্ট মেথড ব্যবহার করতে চাইলে দিতে হবে বায়োমেট্রিক।
advertisement
তবে হ্যাঁ, এর একটি খারাপ দিকও রয়েছে। যেহেতু লোকেশনের উপর ভিত্তি করে কাজ করবে এই মোড তাই ব্যবহারকারী নিজেও বাড়ি বা অফিস ছাড়া অন্য কোনও অপরিচিত স্থানে বেড়াতে গেলে এমন বিপত্তিতে পড়তে পারেন।
advertisement
Stolen Device Protection চালু করার উপায়—
প্রথমে নিজের iPhone-এ সেটিংস অ্যাপ খুলে Face ID & Passcode-এ ট্যাপ করতে হবে।
এরপর নিজের পাসকোড ব্যবহার করে Stolen Device Protection-এ গিয়ে On Protection বেছে নিতে হবে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
iPhone Special Feature: আপনার iPhone চুরি করেও অন্যরা ব্যবহার করতে পারবে না! বিশেষ টেকনোলজির কামাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement