Warmth in Winter: উষ্ণতায় ভরিয়ে তুলুন জীবন, উপভোগ করুন কড়া শীত! সঙ্গী হোক এই কটা জিনিস
- Written by:Trending Desk
- trending desk
Last Updated:
Winter Gadgets: শীতকালে সোয়েটার, জ্যাকেট প্রায় সকলেই পরেন। কিন্তু যেখানে শীতকে বাগ মানানো কঠিন তাহলে কাছে রাখতে পারেন একটি হিটেড ভেস্ট। এই জ্যাকেটের ভিতরে থাকে কয়েল যাতে জ্যাকেটটি নিজেই উত্তপ্ত হয়ে উঠে শরীরকে উষ্ণতা দিতে পারে।
advertisement
১. হিটেড ভেস্ট—শীতকালে সোয়েটার, জ্যাকেট প্রায় সকলেই পরেন। কিন্তু যেখানে শীতকে বাগ মানানো কঠিন তাহলে কাছে রাখতে পারেন একটি হিটেড ভেস্ট। এই জ্যাকেটের ভিতরে থাকে কয়েল যাতে জ্যাকেটটি নিজেই উত্তপ্ত হয়ে উঠে শরীরকে উষ্ণতা দিতে পারে। এর গায়ে থাকা বোতামে উত্তাপ পরিমাপ করা যায়। Amazon-এ এমন নানা রেঞ্জের ভেস্ট পাওয়া যায় মহিলা ও পুরুষের জন্য। Socialme-র হিটেড ভেস্ট পাওয়া যাচ্ছে ২,৭২৪ টাকায়।
advertisement
advertisement
advertisement
advertisement
৫. লিন্ট রিমুভার—উলের পোশাক দীর্ঘদিন ব্যবহার করলে তার ঔজ্জ্বল্য হারায়। গায়ে দেখা দেয় লিন্ট, অর্থাৎ রোঁয়া উঠে যায় উলের পোশাকের। সেই রোঁয়া তুলে ফেললেই আবার ঝকঝকে লাগতে পারে। এমন একটি গ্যাজেট রয়েছে যা কাজটি খুব সহজে করতে পারে। AGARO LR2007 Lint Remover এমনই একটি যন্ত্র। খুব সহজে উলের পোশাক, কম্বল, পর্দা, কার্পেটের লিন্ট দূর করে। দাম হাজার দেড়েক হলেও বিশেষ ছাড়ে পাওয়া যাচ্ছে মাত্র ৭৬৭ টাকায়।
