New COVID19 Test: এখন বুকের X-ray দিয়ে কোভিড পরীক্ষা! নতুন ব্যবস্থায় ৯০ শতাংশ কার্যকরীতা

Last Updated:

এই পরিস্থিতিতে কোভিড নির্ণয় খুবই গুরুত্বপূর্ণ, চিকিৎসা এবং সংক্রমণ রোধের ক্ষেত্রে। অস্ট্রেলিয়ান গবেষকরা সম্প্রতি দাবি করেছেন, একটি AI সিস্টেম তাঁরা তৈরি করেছেন যা, ৯৮ শতাংশের বেশি সঠিক ভাবে বুকের এক্স-রে থেকে কোভিড-১৯ সনাক্ত করতে পারে। এই পরীক্ষাই সর্বাধিক দ্রুত বলে দাবি।

কলকাতা: কোভিড অতিমারী পেরিয়ে এসেছে বিশ্ব। তবু এখনও ছাড়েনি আতঙ্ক। প্রায় প্রতিদিনই নতুন নতুন সংক্রমণের খবর মিলছে। কোনও না কোনও দেশে মিলছে নতুন উপ-প্রজাতির ভাইরাসের সন্ধান।
এই পরিস্থিতিতে কোভিড নির্ণয় খুবই গুরুত্বপূর্ণ, চিকিৎসা এবং সংক্রমণ রোধের ক্ষেত্রে। অস্ট্রেলিয়ান গবেষকরা সম্প্রতি দাবি করেছেন, একটি AI সিস্টেম তাঁরা তৈরি করেছেন যা, ৯৮ শতাংশের বেশি সঠিক ভাবে বুকের এক্স-রে থেকে কোভিড-১৯ সনাক্ত করতে পারে। এই পরীক্ষাই সর্বাধিক দ্রুত বলে দাবি।
আরও পড়ুন Warmth in Winter: উষ্ণতায় ভরিয়ে তুলুন জীবন, উপভোগ করুন কড়া শীত! সঙ্গী হোক এই কটা জিনিস
এখন যে পদ্ধতিতে কোভিড-১৯ পরীক্ষা করা হয়, সেটি হল RT-PCR পরীক্ষা। তার চেয়ে এই এক্স-রে পরীক্ষা বেশি কার্যকরী হতে চলেছে বলে জানা গিয়েছে। ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি (UTS), ডেটা সায়েন্স ইনস্টিটিউটের অধ্যাপক আমির এইচ গ্যান্ডোমির মতে, ‘বহুল ব্যবহৃত কোভিড-১৯ পরীক্ষা, রিয়েল-টাইম পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর), ধীর এবং ব্যয়বহুল হতে পারে। অনেক সময় সঠিক ফলও পাওয়া যায় না। সেজন্যই রেডিওলজিস্টদের ম্যানুয়ালি সিটি স্ক্যান বা এক্স-রে পরীক্ষা করতে হবে, যা সময়সাপেক্ষ এবং ত্রুটির প্রবণ হতে পারে। কিন্তু নতুন AI সিস্টেমটি খুবই কার্যকরী। বিশেষত সেই সব দেশে যেখানে কোভিড-১৯-সংক্রমণ বেশি এবং রেডিওলজিস্টের অভাব রয়েছে।’
advertisement
advertisement
বুকের এক্স-রে বহনযোগ্য, সর্বত্রই পাওয়া যায় এবং সিটি স্ক্যানের তুলনায় আয়নাইজিং বিকিরণের এক্সপোজারও কম। ফলে এটা খুবই উপকারী হতে চলেছে বলে দাবি গ্যান্ডোমির।
কোভিড-১৯-এ সাধারণত জ্বর, কাশি, শ্বাসকষ্ট, গলা ব্যথার মতো উপসর্গ থাকে। তাই সাধারণ ফ্লু বা অন্য ধরনের নিউমোনিয়া থেকে একে পৃথক করা কঠিন।
আরও পড়ুন Avoid Smartphone Covers: শখ করে ফোনে কভার লাগিয়েছেন? বিরাট বিপদ ঘটে যেতে পারে, বন্ধই হয়ে যেতে পারে ফোনে কথা, সাবধান!
সায়েন্টিফিক রিপোর্ট জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে জানান হয়েছে, কাস্টম কনভোল্যুশনাল নিউরাল নেটওয়ার্ক (Custom-CNN) নামক একটি ডিপ লার্নিং অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে এই সিস্টেমের জন্য।
advertisement
অধ্যাপক গ্যান্ডোমি বলেন, ‘ডিপ লার্নিং একটি এন্ড-টু-এন্ড সমাধান দিতে পারে। যদি একটি PCR পরীক্ষা বা রাপিড অ্যান্টিজেন পরীক্ষায় নেতিবাচক বা অনিশ্চিত ফলাফল দেখায়, তাহলে রোগীদের ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করতে রেডিওলজিক্যাল ইমেজিংয়ের প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে নতুন AI সিস্টেম উপকারী হতে পারে।’
তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে Custom-CNN মডেলটির কার্যক্ষমতা মূল্যায়ন করা হয়েছিল। দেখা গেছে, নতুন মডেলটি অন্য AI ডায়াগনস্টিক মডেলের থেকে অনেক ভাল কাজ করেছে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
New COVID19 Test: এখন বুকের X-ray দিয়ে কোভিড পরীক্ষা! নতুন ব্যবস্থায় ৯০ শতাংশ কার্যকরীতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement