Avoid Smartphone Covers: শখ করে ফোনে কভার লাগিয়েছেন? বিরাট বিপদ ঘটে যেতে পারে, বন্ধই হয়ে যেতে পারে ফোনে কথা, সাবধান!
- Published by:Pooja Basu
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
খুব কম মানুষই জানেন যে ফোন কভারও আমাদের মোবাইলের জন্য অনেক ধরনের সমস্যা ডেকে আনতে পারে।
নতুন ফোন কেনার সময় আমরা সবাই এর খুব যত্ন নিই। নতুন ফোনের স্ক্রিনে সামান্য স্ক্র্যাচ এড়াতেও নানা সেফটি গার্ড ব্যবহার করি। তাই নতুন ফোন কেনার পর পরই আমরা এতে স্ক্রিন গার্ড ইনস্টল করি। এর বাইরে ফোনের জন্য কভারও গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করা হয়। অনেকেই তাঁদের পছন্দ অনুসারে রঙ নির্বাচন করার পরে নতুন ফোন কিনে তা কভারবন্দি করে রাখেন। অনেকে মনে করেন যে পিছনের প্যানেলে কভার রাখলে তাতে ফোন সুরক্ষিত থাকবে এবং এতে কোনও স্ক্র্যাচ আসবে না।কিন্তু খুব কম মানুষই জানেন যে ফোন কভারও আমাদের মোবাইলের জন্য অনেক ধরনের সমস্যা ডেকে আনতে পারে। হ্যাঁ, ঠিকই, ফোন কভার আমাদের সর্বদা সুফল নাও দিতে পারে।
advertisement
ফোনে কভার রাখলে ফোন গরম হয়ে যাওয়ার সমস্যা হয়। বিশেষ করে গ্রীষ্মের মৌসুমে ফোন যদি সারাক্ষণ কভারবন্দি রাখা থাকে তাহলে মোবাইল দ্রুত গরম হয়ে যায়। স্পষ্টতই ফোন গরম হওয়ার কারণে ফোন হ্যাং হয়ে যাওয়ার সমস্যা হয়। কিছু রিপোর্টে এমনও দাবি করা হয়েছে যে ফোনে কভার থাকার কারণে এর চার্জিংয়েও সমস্যা হচ্ছে। ওই রিপোর্টে বলা হয়েছে যে, ফোন গরম হতে শুরু করলে ঠিকমতো চার্জ করা যায় না।
advertisement
advertisement
advertisement