• Home
 • »
 • News
 • »
 • technology
 • »
 • হিংসা রুখতে হোয়াটসঅ্যাপকে বার্তা দিল প্রশাসন

হিংসা রুখতে হোয়াটসঅ্যাপকে বার্তা দিল প্রশাসন

প্রতীকী ছবি । ছবি সৌজন্যে News 18

প্রতীকী ছবি । ছবি সৌজন্যে News 18

 • Share this:

  #নয়াদিল্লি: হোয়াটসঅ্যাপে ছড়াচ্ছে ভুয়ো ছবি, ভিডিও । যার ফলে সারা দেশ জুড়ে বাড়ছে প্রতিহিংসামূলক ঘটনা | তাই এবার খোদ ফেসবুক-মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্মটির কাছেই কাছে একটি কঠোর সতর্কতা পাঠিয়েছে ভারত সরকার যাতে যথাযথ প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে "গুজব ও ভিত্তিহীন বার্তা " ছড়িয়ে দেওয়ার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে ।

  আরও পড়ুন: অ্যাপের সাহায্যে ভোটের আগে দেওয়া যাবে দুর্নীতির প্রমাণ

  অসম, মহারাষ্ট্র, কর্ণাটক, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে ঘটেছে বেশ কয়েকটি হিংসামূলক ঘটনা যার জন্য দায়ী করা হয়েছে হোয়াটসঅ্যাপে ছড়ানো "দায়িত্বহীন ও বিস্ফোরক বার্তা"গুলিকেই । ১০টি রাজ্যে এধরনের ঘটনায় অন্ততপক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে । তথ্যপ্রযুক্তি মন্ত্রকের একটি বিবৃতিতে জানানো হয়েছে প্রতিনিয়ত এধরনের উস্কানিমূলক বার্তাগুলির উপর নজর রাখছে প্রশাসন । বিবৃতিটিতে হোয়াটসঅ্যাপের মত প্ল্যাটফর্মের অপব্যবহার এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি  উদ্বেগের বিষয় বলে জানিয়েছে তথ্যপ্রযুক্তি মন্ত্রক ।

  এদিন হোয়াটসঅ্যাপও এই বিষয়ে একটি বিবৃতি দিয়েছে যেখানে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে তারা ।

  আরও পড়ুন: বিচ্ছেদের পর দায় কার, এবার বিচার করবে সুপ্রিম কোর্ট

  First published: