৩৯৯ টাকা থেকে শুরু; জিও ফাইবার-এর আকর্ষণীয় প্ল্যানের খুঁটিনাটি জেনে নিন

Last Updated:

Jio Fiber: যখন ব্রডব্যান্ড প্ল্যানের কথা আসে, সবার প্রথমে মনে পড়ে রিলায়েন্স জিও-র নাম।

কলকাতা: বর্তমান সময়ে ঝড়ের গতিতে বেড়ে চলেছে ইন্টারনেটের ব্যবহার। করোনা মহামারীর সময় থেকেই বাড়তে শুরু করে ঘরে ঘরে ব্রডব্যান্ডের উপস্থিতি। এর ফলে বর্তমান সময়ে ওয়াইফাই একটি নিত্যদিনের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।
ইন্টারনেটের গুরুত্ব এতটাই বেড়েছে যে, ওয়াইফাই ইনস্টল করাই এখন একটি ভাল বিকল্প। কারণ এর মাধ্যমে সবসময় ইন্টারনেট ব্যবহার করা সম্ভব।
গ্রাহকদের এই প্রয়োজনের কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের টেলিকম অপারেটর এই ধরনের পরিষেবা চালু করেছে এবং বিভিন্ন ধরনের ব্রডব্যান্ড প্ল্যান লঞ্চ করে চলেছে।
advertisement
কিন্তু, যখন ব্রডব্যান্ড প্ল্যানের কথা আসে, সবার প্রথমে মনে পড়ে রিলায়েন্স জিও-র নাম। কারন জিও তাদের গ্রাহকদের জন্য খুবই সস্তা এবং দুর্দান্ত ফাইবার প্ল্যান অফার করে।
advertisement
আরও পড়ুন- দু’শোর বেশি লোন অ্যাপ নিষিদ্ধ ভারতে! বড়সড় পদক্ষেপ সরকারের
যেমন, জিও কোম্পানির এক ব্রডব্যান্ড প্ল্যানের দাম শুরু হচ্ছে মাত্র ৩৯৯ টাকা থেকে। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় প্ল্যান।
৩৯৯ টাকার প্ল্যান -
জিও ফাইবারের প্ল্যান ৩৯৯ টাকা থেকে শুরু। এর সঙ্গে জিএসটিও প্রযোজ্য। ৩৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা ৩০ Mbps স্পিড পাবেন এবং এতে আনলিমিটেড ইন্টারনেট ডেটা পাওয়া যাবে। এতে বিনামূল্যে ভয়েস কলিংয়ের সুবিধাও পাওয়া যাচ্ছে।
advertisement
৬৯৯ টাকার প্ল্যান -
৩৯৯ টাকার পরে জিওর ৬৯৯ টাকার প্ল্যান রয়েছে। এর সঙ্গে জিএসটি প্রযোজ্য হবে। এতে গ্রাহকরা ১০০ Mbps গতিতে আনলিমিটেড ইন্টারনেট পাবেন। এর সঙ্গে গ্রাহকরা আনলিমিটেড ফ্রি কলিংয়ের পাশাপাশি Jio TV, Jio মুভি বিনামূল্যে অ্যাক্সেস করতে পারবেন।
৯৯৯ টাকার প্ল্যান -
জিও ফাইবারের ৯৯৯ টাকার প্ল্যানটিকে কোম্পানি সবচেয়ে জনপ্রিয় প্ল্যান হিসেবে উল্লেখ করেছে। কিন্তু এর সঙ্গে জিএসটিও প্রযোজ্য হবে। এতে গ্রাহকরা ১৫০ Mbps গতি পাবেন। এতে গ্রাহকদের ৩০ দিনের বৈধতা দেওয়া হয় এবং এতে তাঁরা আনলিমিটেড ডেটার সুবিধা পাবেন। এতে ১৪টি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন দেওয়া হয়েছে। এর মধ্যে প্রাইম ভিডিও, ডিজনি প্লাস হটস্টার, জি৫, ভুট, সোনি লিভের মতো অ্যাপ রয়েছে।
advertisement
১৪৯৯ টাকার প্ল্যান -
জিওর ১৪৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা ৩০০ Mbps গতিতে আনলিমিটেড ডেটা পাবেন। এর সঙ্গে জিএসটি আলাদাভাবে গুনতে হবে। এটি ৩০ দিনের জন্য বৈধ। এতে গ্রাহকদের ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশনও দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে প্রাইম ভিডিও, ডিজনি প্লাস হটস্টার, জি৫, ভুট, সোনিলিভের মতো অ্যাপ।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
৩৯৯ টাকা থেকে শুরু; জিও ফাইবার-এর আকর্ষণীয় প্ল্যানের খুঁটিনাটি জেনে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement