আপনার হাতের স্মার্টফোনে কতগুলো সেন্সর একসঙ্গে কাজ করে জানেন?
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Suman Majumder
Last Updated:
Smartphone Sensors: স্মার্টফোন এই সেন্সরগুলির সাহায্যে অনেক কিছু অনুধাবন করে ফেলতে পারে, অনেকটা প্রাণীর স্নায়ুতন্ত্রের মতো।
কলকাতা: স্মার্টফোন ব্যবহার করেন, অথচ সেন্সর সম্পর্কে জানেন না, এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই দুর্লভ। যে কোনও স্মার্টফোনে অনেকগুলি সেন্সর ইনস্টল করা থাকে। ফোন ব্যবহার করার সময় এই সেন্সরগুলি ব্যবহারকারীকে নানা ভাবে সাহায্য করে।
আসলে সেন্সর হল একটি টুল যা একটি বস্তুর অবস্থান, দিক, গতি, চাপ এবং তাপমাত্রার মতো জিনিসগুলি বোঝার জন্য ব্যবহৃত হয়। স্মার্টফোন এই সেন্সরগুলির সাহায্যে অনেক কিছু অনুধাবন করে ফেলতে পারে, অনেকটা প্রাণীর স্নায়ুতন্ত্রীর মতো।
আরও পড়ুন- ভারতের বাজারে আসছে Yamaha-র নতুন দু’টি মোটরসাইকেল! এক দেখায় পছন্দ হবে
স্মার্টফোনেও তারা বিভিন্ন কাজে সাহায্য করে। এসব কিছুর উদ্দেশ্য হল একটি ফোনকে আরও ভাল ভাবে ব্যবহার করতে সাহায্য করা। কিন্তু ঠিক কোন কোন সেন্সর লাগানো রয়েছে ফোনে, কী কাজ করে সেগুলি, তা জেনে নেওয়া যাক এক নজরে।
advertisement
advertisement
অ্যাকসেলেরোমিটার
এটি একটি খুব সাধারণ অথচ, গুরুত্বপূর্ণ সেন্সর। এটি প্রায় প্রতিটি ফোনেই দেখা যায়। এর কাজ হল ফোনের সফটওয়্যারকে জানানো যে ব্যবহারকারী ফোনটি কী ভাবে ধরে আছেন। এর পরেই সফটওয়্যারটি ফোনের স্ক্রিন ঘুরিয়ে দিয়ে ব্যবহারকারীর সুবিধা করে দেয়।
জাইরোস্কোপ
এটি অ্যাকসেলোরোমিটারের একটি উন্নত সংস্করণ। এটি ব্যবহারকারীকে বলে দিতে পারে যে তিনি কোন কোণ থেকে ফোনটি ধরে আছেন এবং ফোনটি কত ডিগ্রির দিকে কাত হয়ে রয়েছে। এই সেন্সরটি ৩৬০ ডিগ্রি ভিডিও দেখতে ব্যবহার করা হয়। এর সাহায্যে ৩৬০ ডিগ্রি ভিডিও রেকর্ড করতে পারা যায়। এগুলি বেশিরভাগই গেম খেলতে ব্যবহার করা হয়।
advertisement
প্রক্সিমিটি
এই সেন্সরটি প্রায় সব ফোনেই দেখা যায়। এর অনেক কাজ। এটি ফোনের চারপাশের গতিবিধি সনাক্ত করতে পারে। প্রায়ই দেখা যায় যে কল করার সময় ফোনটি কানের কাছে নিয়ে গেলে তার স্ক্রিনটি বন্ধ হয়ে যায়। এটি শুধুমাত্র প্রক্সিমিটি সেন্সরের কারণে ঘটে। প্রক্সিমিটি সেন্সরের সাহায্যে শুধু ফোনের স্ক্রিন অন বা অফ করা যায়, তাই নয়, বরং কল রিসিভও করা যায়।
advertisement
অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর
অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর স্মার্টফোনের আলো নিয়ন্ত্রণ করে। আমরা সকলেই নিজের নিজের ফোনে ‘অটো ব্রাইটনেস’ অপশনটি দেখেছি যা, স্বয়ংক্রিয় ভাবে পরিবেশের আলো অনুসারে মোবাইল স্ক্রিনের উজ্জ্বলতা কমিয়ে বাড়িয়ে নেয়।
কম্পাস বা ম্যাগনেটোমিটার
এই সেন্সর চুম্বকের সাহায্যে কাজ করে। এটি আমাদের ফোনে কম্পাসের মতো কাজ করে। এই সেন্সরটি Google Map-এর দিকনির্দেশ খুঁজে পেতে এবং ফোন ব্যবহারকারীর বর্তমান অবস্থান জানতে ব্যবহার করা হয়। লোকেশন ভিত্তিক অ্যাপে এই সেন্সরটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।
advertisement
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
view commentsফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাধারণত ফোনের নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়। এর সাহায্যে নিজের আঙুলের ছাপ দিয়ে নিজের ফোন লক বা আনলক করা যেতে পারে। এই পদ্ধতিকে খুবই নিরাপদ বলে মনে করা হয়। এই ফিচারটি আজকাল প্রায় প্রতিটি ফোনে পাওয়া যায়।
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 07, 2023 7:10 PM IST










