এবার আইফোন কেনার ইচ্ছে হবে পূর্ণ! iPhone 14 Plus-এ আকর্ষণীয় ছাড়

Last Updated:

iPhone 14 Plus-এর ১২৮ জিবি এবং ১৫৬ জিবি উভয় মডেলেই এই ছাড় পাওয়া যাচ্ছে।

এই ফোনে ব্যবহার করা হয়েছে ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর, যা এফ/২.৪ অ্যাপারচার যুক্ত। এতে রয়েছে ১২০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ। সেলফি নেওয়ার জন্য এই ফোনের সামনে ব্যবহার করা হয়েছে ১২ মেগাপিক্সেলের সেন্সর যা এফ/১.৯ অ্যাপারচার যুক্ত।
এই ফোনে ব্যবহার করা হয়েছে ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর, যা এফ/২.৪ অ্যাপারচার যুক্ত। এতে রয়েছে ১২০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ। সেলফি নেওয়ার জন্য এই ফোনের সামনে ব্যবহার করা হয়েছে ১২ মেগাপিক্সেলের সেন্সর যা এফ/১.৯ অ্যাপারচার যুক্ত।
#কলকাতা: স্মার্টফোনের বাজারে iPhone-এর কদর সব সময়ই থাকে এক অন্য মাত্রায়। এমন কোনও স্মার্টফোন ইউজার সম্ভবত নেই যাঁরা কখনও না কখনও iPhone কেনার কথা ভাবেননি। কিন্তু আকাশছোঁয়া মূল্যের কারণে অনেকের স্বপ্নই অধরা থেকে যায়।
এবার গ্রাহকদের সেই স্বপ্নপূরণ হতে চলেছে। Apple-এর iPhone 14 Plus পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়ে। ইমাজিন স্টোর থেকে প্রায় ৫ হাজার টাকার ফ্ল্যাট ডিসকাউন্টে উপলব্ধ হচ্ছে ফোনটি।
আরও পড়ুন- ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা; নতুন বছরে Redmi-র ধামাকা Note 11 Pro!
সবচেয়ে আনন্দের বিষয় হল iPhone 14 Plus-এর ১২৮ জিবি এবং ১৫৬ জিবি উভয় মডেলেই এই ছাড় পাওয়া যাচ্ছে। এবারে জেনে নেওয়া যাক যে গ্রাহকরা ইমাজিনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কীভাবে এই অফারের সুবিধা পেতে পারেন। ইমাজিনের নতুন বছরের এই অফার পেতে গ্রাহকদের এইচডিএফচি ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহার করতে হবে৷
advertisement
advertisement
iPhone 14 Plus-এর ১২৮ জিবি এবং ১৫৬ জিবি মডেলের দাম যথাক্রমে ৮৯ হাজার ৯০০ টাকা এবং ৯৯ হাজার ৯০০ টাকা। এই অফারে গ্রাহকরা এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডে ৪ হাজার ৭৯৬ টাকার ওয়েব ডিসকাউন্ট এবং ৩ হাজার টাকার ইনস্যান্ট ক্যাশব্যাক পেতে পারেন৷
ওয়েব ডিসকাউন্ট এবং ২৫৬ জিবি মডেলে গ্রাহকরা ৪ হাজার টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সহ iPhone 14 Plus মাত্র ৯১ হাজার ৯০৪ টাকায় কিনতে পারবেন।
advertisement
গ্রাহকদের সুবিধার্থে এই অফারে ইএমআই অপশনও দেওয়া হচ্ছে। গ্রাহকরা নিজেদের সুবিধার্থে ইএমআইয়ের অফার অনুযায়ী ফোনটি কিনতে পারেন। তবে প্রসঙ্গত জানিয়ে রাখা ভাল, iPhone 14 Plus-এর এই অফারের মধ্যে কোনও এক্সচেঞ্জ অফার অন্তর্ভুক্ত নেই।
iPhone 14 Plus-এর ফিচার
স্পেসিফিকেশন সম্পর্কে বলতে হলে এই মডেলে রয়েছে একটি ৬.৭ ইঞ্চির সুপাররেটিনা এক্সডিআর ডিসপ্লে এবং এটি Apple-এর নিজস্ব এ১৫ বায়োনিক প্রসেসরে চলে।
advertisement
এই ফোনটি তিনটি স্টোরেজ অপশনের সঙ্গে উপলব্ধ- ১২৮ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি। গ্রাহকরা নীল, স্টারলাইট, মিডনাইট ব্ল্যাক, বেগুনি এবং লাল এই কয়েকটি রঙের অপশনে ফোনটি কিনতে পারেন।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
এবার আইফোন কেনার ইচ্ছে হবে পূর্ণ! iPhone 14 Plus-এ আকর্ষণীয় ছাড়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement