দেশের মার্কেটের দখল নিতে আসছে Honda Activa-র এই নতুন স্কুটার!
- Published by:Suman Majumder
- trending desk
Last Updated:
Honda Activa EV: ভারতে স্কুটারের বাজার বদলাচ্ছে। এবার আসছে এই জনপ্রিয় মডেল।
কলকাতা: ভারতের ইলেকট্রিক স্কুটার মার্কেটে এবার প্রবেশ করতে চলেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় দু’চাকা গাড়ি নির্মাতা Honda। জানা গিয়েছে যে, ২০২৪ সালের মার্চ মাসের মধ্যেই ভারতে এই জনপ্রিয় সংস্থাটি তাদের প্রথম ব্যাটারিচালিত স্কুটার লঞ্চ করতে চলেছে।
সম্প্রতি ভারতের বাজারে Honda তাদের লেটেস্ট ফিচার-সহ Activa H-Smart ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে, যা আসলে Activa ৬G মডেলের কি-লেস স্মার্ট সংস্করণ। সেই স্কুটারটির লঞ্চের অনুষ্ঠানে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও আত্সুসি অগাটা, ভারতে আগামী দিনে তাদের প্রথম বৈদ্যুতিক স্কুটার লঞ্চের রূপরেখা সম্পর্কে কিছুটা আভাস দিয়েছেন।
আত্সুসি অগাটা জানিয়েছেন যে “জাপানে থাকা Honda-র বিশেষজ্ঞ দলের সঙ্গে যৌথভাবে ভারতেই তৈরি করা হবে ইলেকট্রিক টু-হুইলার। আমাদের লক্ষ্য হল আগামী বছরের এই সময়ের মধ্যেই প্রথম স্কুটারটি তৈরি করে ফেলা এবং তা অবশ্যই ২০২৩-২০২৪ অর্থবর্ষের মধ্যেই লঞ্চ করা হবে।”
advertisement
advertisement
আরও পড়ুন- ফ্লিপকার্টে ফুল অটোমেটিক ওয়াশিং মেশিন ১৫ হাজার টাকারও কমে, জেনে নিন
একই সঙ্গে তিনি জানিয়েছেন যে, সেই-স্কুটারটি অ্যাকটিভার উপর বেস করেই গড়ে তোলা হবে। ফিক্সড ব্যাটারিযুক্ত এই Activa EV ঘন্টা প্রতি সর্বোচ্চ ৫০ কিলোমিটার স্পিড তুলতে পারবে বলে খবর।
জানা গিয়েছে, Honda Activa ইলেকট্রিক ভার্সন লঞ্চ করার পরেই সম্পূর্ণ নতুন প্ল্যাটফর্মের উপরে নির্মিত আরেকটি ব্যাটারি চালিত স্কুটার লঞ্চ করবে সংস্থা।
advertisement
সেই মডেলটিতে পরিবর্তনযোগ্য ব্যাটারি প্যাক থাকায়, তা বর্তমান বাজারকাঁপানো অন্যান্য ইলেকট্রিক স্কুটারের মতোই উন্নত পারফরমেন্স প্রদান করতে পারবে বলে মনে করা হচ্ছে। সেই দিক থেকে Honda Activa-র তৈরি বৈদ্যুতিক স্কুটারটি Ola S1, Ather 450X, TVS iQube-এর প্রধান প্রতিপক্ষ হয়ে উঠতে পারে।
Activa H-Smart-এর লঞ্চ ইভেন্টে এসে ভারতের জন্য সংস্থার পরিকল্পনা প্রসঙ্গে ত্সুসি অগাটা জানিয়েছেন যে, “বিগত ৬ মাস ধরেই দেশীয়ভাবে ইলেকট্রিক মোটরের পাশাপাশি ব্যাটারি তৈরিতে অতিরিক্ত গুরুত্ব দিয়েছে সংস্থা।
advertisement
আরও পড়ুন- খরচ কম, অথচ লাভই লাভ! ৯৯ টাকার সেরা প্ল্যান নিয়ে হাজির BSNL!
একই প্ল্যান্টের মধ্যে হাইব্রিড পদ্ধতিতে পেট্রোল চালিত টু-হুইলার উৎপাদনের পাশাপাশি ইভি তৈরি করার ব্যবস্থা করেছি আমরা। এর জন্য ২০২৩-২০২৪ অর্থবর্ষে বিপুল পরিমাণ বিনিয়োগ করা হতে চলেছে।”
একটি অটো পোর্টালের প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় ইলেকট্রিক স্কুটার লঞ্চ করার আগে সংস্থা দেশ জুড়ে ছড়িয়ে থাকা তাদের প্রায় ৬,০০০টি টাচ পয়েন্টে ব্যাটারি সোয়াপিং সেন্টার বা ব্যাটারি বদল কেন্দ্র গড়ে তুলতে চলেছে।
advertisement
ভারতে তাদের নিজস্ব কারখানায় তৈরি করা হবে বৈদ্যুতিক মোটর। যদিও Honda-র বিশ্বাস আগামী দিনেও চিরাচরিত পেট্রোলচালিত স্কুটারের জনপ্রিয়তা ভারতের বাজারে কম হবে না।
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
February 02, 2023 7:46 PM IST