হোম /খবর /প্রযুক্তি /
ফ্লিপকার্টে ফুল অটোমেটিক ওয়াশিং মেশিন ১৫ হাজার টাকারও কমে, জেনে নিন

ফ্লিপকার্টে ফুল অটোমেটিক ওয়াশিং মেশিন ১৫ হাজার টাকারও কমে, দেরি করলে আঙুল কামড়াতে হবে!

এক নজরে দেখে নেওয়া যাক ফ্লিপকার্টের এই ইলেকট্রনিক সেলে কী কী ওয়াশিং মেশিন কত দামে পাওয়া যাচ্ছে।

  • Share this:

    কলকাতা: আজ ৩১ জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টের ইলেকট্রনিক সেলের শেষ দিন। ফ্লিপকার্টের এই ইলেকট্রনিক সেলের মধ্যে গ্রাহকদের বিভিন্ন ক্যাটাগরির ইলেকট্রনিক আইটেম খুব ভাল অফারে কেনার সুযোগ দেওয়া হচ্ছে। ফ্লিপকার্টের এই ইলেকট্রনিক সেলে সম্পূর্ণ স্বয়ংক্রিয় ওয়াশিং মেশিনও অত্যন্ত আকর্ষণীয় অফারে পাওয়া যাচ্ছে। ফ্লিপকার্টের এই ইলেকট্রনিক সেলে Samsung, LG, IFB-এর মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলির বিভিন্ন প্রোডাক্ট আকর্ষণীয় ছাড়ে পাওয়া যাচ্ছে। কিন্তু ফ্লিপকার্টের এই ইলেকট্রনিক সেলে ফুল অটোমেটিক ওয়াশিং মেশিনের উপরে পাওয়া যাচ্ছে বিশেষ ধামাকা অফার। এক নজরে দেখে নেওয়া যাক ফ্লিপকার্টের এই ইলেকট্রনিক সেলে কী কী ওয়াশিং মেশিন কত দামে পাওয়া যাচ্ছে।

    ফ্লিপকার্টের এই ইলেকট্রনিক সেলে LG কোম্পানির সম্পূর্ণ স্বয়ংক্রিয় ওয়াশিং মেশিন (টপ লোড) মাত্র ১৬,৪৯০ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। কিন্তু ব্যাঙ্ক অফারের মাধ্যমে এটি মাত্র ১৫,৪৯০ টাকায় কেনা যাবে৷ এছাড়াও, এক্সচেঞ্জ অফারের অধীনে আরও ২,২০০ টাকার ছাড় পাওয়া যাবে। এটি ৫ স্টার রেটিং যুক্ত, যার মানে এটি খুব কম কারেন্ট খরচ করবে।

    আরও পড়ুন: খরচ কম, অথচ লাভই লাভ! ৯৯ টাকার সেরা প্ল্যান নিয়ে হাজির BSNL! কী কী সুবিধা পাবেন জেনে নিন একনজরে

    ফ্লিপকার্টের এই ইলেকট্রনিক সেলে Samsung কোম্পানির সম্পূর্ণ স্বয়ংক্রিয় ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন মাত্র ১৫,৯৯০ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। এতে ৩৮% ছাড় দেওয়া হচ্ছে। এই সেলে এক্সচেঞ্জ অফারের মাধ্যমে, গ্রাহকরা এটিকে ১৩,২৯০ টাকার প্রারম্ভিক মূল্যে বাড়িতে নিয়ে আসতে পারবেন।

    এই সেলে গ্রাহকরা ১৪,৫৯০ টাকায় স্যামসাংয়ের ৬.৫ কেজি ডায়মন্ড ড্রাম ফিচার সম্পূর্ণ স্বয়ংক্রিয় টপ লোড সিলভার ওয়াশিং মেশিন বাড়িতে নিয়ে আসতে পারবেন। এতে ১৩% ছাড় দেওয়া হচ্ছে। এক্সচেঞ্জ অফারের মাধ্যমে, গ্রাহকরা এই ওয়াশিং মেশিনটি ২,২০০ টাকা ছাড়ে কিনতে পারবেন। এটি ৬৮০rpm সর্বাধিক গতি যুক্ত এবং ৩ স্টার রেটিং যুক্ত।

    আরও পড়ুন: Xiaomi-র ফোন ব্যবহার করেন? দেখে নিন খুব তাড়াতাড়ি গরম হয়ে গেলে কী করা উচিত

    ফ্লিপকার্টের এই ইলেকট্রনিক সেলে ২৭% ছাড়েও শক্তিশালী ওয়াশিং মেশিন কেনা সম্ভব। ফ্লিপকার্টের ব্র্যান্ড MarQ-এর ৭.৫ কেজি সম্পূর্ণ স্বয়ংক্রিয় ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন ২৭% ছাড়ের পরে মাত্র ২৪,৪৯০ টাকায় উপলব্ধ করা হয়েছে৷ এক্সচেঞ্জ অফারের মাধ্যমে, এতে ২,২০০ টাকার ছাড় দেওয়া হচ্ছে। এই ওয়াশিং মেশিনের ডিজাইনটি বেশ সুন্দর, এবং এটি ১২০০ rpm সর্বোচ্চ গতি যুক্ত।

    ফ্লিপকার্টের এই ইলেকট্রনিক সেলে Whirlpook ৭ kg Magic Clean ৫ Star সম্পূর্ণ স্বয়ংক্রিয় টপ লোড ওয়াশিং মেশিন ২২% ছাড়ের পরে মাত্র ১৫,৭৯০ টাকায় উপলব্ধ করা হয়েছে। এতে গ্রাহকরা এক্সচেঞ্জ অফারের মাধ্যমে ২,২০০ টাকার ছাড়ও পাবেন।

    First published:

    Tags: Flipkart, Technology