বেশিরভাগ কোম্পানি প্ল্যান লঞ্চের বিষয়ে একই রকমের পলিসি অনুসরণ করে। সে ক্ষেত্রে দেখা যায় সব রকমের প্ল্যানই সামান্য অদল-বদল করে বাজারে লঞ্চ করা হয়। দামের সঙ্গে ব্যবহারকারীদের প্রয়োজনের কথা মাথায় রেখে প্ল্যান পরিকল্পনা করে কোম্পানিগুলি। তবে এই প্ল্যানে বদল আনতে চলেছে BSNL। অন্যান্য টেলকো কোম্পানিগুলি যেখানে একেবারে কমদামি প্ল্যান তুলে নিয়ে অতিরিক্ত ট্যারিফ যুক্ত করে নতুন প্ল্যান লঞ্চ করছে, সেখানে BSNL সবচেয়ে কম খরচে গ্রাহকদের অসাধারণ সব প্ল্যান অফার করছে।
৯৯ টাকার BSNL-এর প্ল্যানটিতে মূলত গ্রামীণ পরিষেবার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে। এতে ডেটা সংক্রান্ত কোনও সমস্যা না মিটলেও, গ্রাহকরা এই প্যাকের সাহায্যে ফোন করতে পারবেন। এতে মোট ১৮ দিনের প্যাক ভ্যালিডিটির সুবিধে দেওয়া হয়েছে। এই প্ল্যানের আওতায় গ্রাহকরা লোকাল কল ছাড়াও ন্যাশনাল কলিংয়ের সুবিধেও পাবেন। তবে গ্রাহকরা ডেটা বা SMS প্যাকের সুবিধে পাচ্ছেন না এই প্যাকে।