Phone Overheating: Xiaomi-র ফোন ব্যবহার করেন? দেখে নিন খুব তাড়াতাড়ি গরম হয়ে গেলে কী করা উচিত
- Published by:Ananya Chakraborty
Last Updated:
How To Fix Xiaomi Mi Overheating Problem: এক নজরে দেখে নেওয়া যাক এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায়
Xiaomi একটি খুবই জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড। এর বাজেট ফোন থেকে শুরু করে ফ্ল্যাগশিপ, প্রতিটি সেগমেন্টের ফোনই আধুনিক ফিচার যুক্ত। এর জন্য এর জনপ্রিয়তাও খুব বেশি। কিন্তু, Xiaomi স্মার্টফোন সম্পর্কে কম-বেশি প্রায় প্রত্যেক গ্রাহকের একটাই অভিযোগ রয়েছে যে, দীর্ঘক্ষণ ব্যবহারে সেই ডিভাইসে ওভারহিটিংয়ের সমস্যা দেখা দিতে শুরু করে। যদিও যে কোনও ব্র্যান্ডের ফোনের জন্যই এটি একটি সাধারণ সমস্যা, কিন্তু Xiaomi ব্র্যান্ডের ফোন অন্যান্য ডিভাইসগুলির তুলনায় তাড়াতাড়ি গরম হয়ে যায়। এক নজরে দেখে নেওয়া যাক এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায়।
Xiaomi ফোনের ওভারহিটিংয়ের সমস্যা সমাধান করার উপায় -
- একটানা ৪০ মিনিটের বেশি ফোনে কথা বলা উচিত নয়।
advertisement
- ২০-৩০ মিনিটের বেশি কোনও হাই গ্রাফিক্স ভিত্তিক মোবাইল গেম খেলা উচিত নয়। গেম খেলার মধ্যে কিছুক্ষণ বিরতি দিতে হবে।
- এক সঙ্গে একাধিক অ্যাপ ব্যবহার করা এড়িয়ে চলতে হবে। কারন ফোন অত্যধিক মাল্টিটাস্কিংয়ের কারণে গরম হয়ে যেতে পারে।
advertisement
- সরাসরি সূর্যের রশ্মি স্মার্টফোনে লাগতে দেওয়া উচিত নয়। দীর্ঘক্ষণ রোদের মধ্যে ফোন ফেলে রাখা উচিত নয়।
- স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে গেলে ব্যাক কভার বা কেস খুলে দিতে হবে।
আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!
- যে সকল অ্যাপ ব্যবহার করা হয় না, সেগুলোকে আনইনস্টল করে দিতে হবে।
advertisement
- ফোনের ব্যাকগ্রাউন্ডে চলমান অ্যাপগুলিকে বন্ধ করে দিতে হবে। কারন সেই অ্যাপ চলতে থাকলে, ফোনের ব্যাটারি অপচয় হবে এবং একই সঙ্গে ওভারহিটিংয়ের সমস্যাকে বাড়িয়ে তুলবে।
- ফোনের হোম স্ক্রিনে যদি উইজেট বা লাইভ ওয়ালপেপার ইনস্টল করা থাকে, তবে তা অবিলম্বে সরিয়ে দেওয়া উচিত৷ কারণ এগুলো ব্যাকএন্ডে সর্বক্ষণ কাজ করতে থাকে, যার দরুন ডিভাইস উত্তপ্ত হতে পারে।
advertisement
ওভার হিটিংয়ের সমস্যা এড়াতে ওএস ভার্সন আপডেট রাখতে হবে -
স্মার্টফোনের অপারেটিং সিস্টেম সর্বদা আপ-টু-ডেট রাখা উচিত। কারণ অপারেটিং সিস্টেমের উপর অনেকাংশে ডিভাইস এবং ব্যাটারির পারফরমেন্স নির্ভর করে। এক নজরে দেখে নেওয়া যাক ফোনের ওএস আপডেট করার উপায় -
- ওএস আপডেট করতে প্রথমেই ফোনের সেটিংসে যেতে হবে।
- এরপর বেছে নিতে হবে ‘About phone’ অপশন।
advertisement
- এরপর ‘System Update’ অপশনে ক্লিক করতে হবে।
আরও পড়ুন - ব্রাইটনেস ভলিউম ফুল রেখে স্মার্টফোন দেখেন? অজান্তেই বিস্ফোরণের সম্ভাবনা ডেকে আনছেন
- এই স্টেপ ফলো করার পর নিজেদের ডিভাইসের ওএস সিস্টেম আপডেট হয়ে যাবে। এরপর ফোনের বাগ সংক্রান্ত যাবতীয় সমস্যা সংশোধন হয়ে যাবে। একই সঙ্গে ওভারহিটিংয়ের সমস্যাও অনেকটা কমে যাবে।
advertisement
ব্যাটারি মোড সেটিংস পরিবর্তন করার মাধ্যমে ওভার হিটিংয়ের সমস্যা কমানো যেতে পারে -
অত্যধিক ব্যাটারি ক্ষয় হলে ডিভাইস গরম হতে শুরু করে। ফলে ব্যাটারি মোডের সেটিংস পরিবর্তন করে ওভারহিটিংয়ের সমস্যা কমানো সম্ভব। এবারে দেখে নেওয়া যাক সেই উপায় -
- ব্যাটারি মোড সেটিংস পরিবর্তন করার জন্য প্রথমেই ফোনের সেটিংসে যেতে হবে।
advertisement
- এরপর ‘Advanced Options’-এ ক্লিক করতে হবে।
- এরপর ‘Battery’ লেখা অপশনের অধীনে থাকা ‘Battery Mode’ বাটনে ক্লিক করতে হবে।
- এরপর ‘Battery Saver Mode’ অন করে দিতে হবে। এর ফলে Xiaomi স্মার্টফোন অতিরিক্ত গরম হওয়ার সমস্যা থেকে রেহাই পাবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
January 31, 2023 5:33 PM IST