আইন উল্লঙ্ঘন, আরও ৬৭ পর্ন ওয়েবসাইট ব্লক করল ভারত সরকার

Last Updated:

Porn Websites blocked: নতুন আইটি নিয়ম লঙ্ঘনের জন্য ৬৭টি পর্নোগ্রাফিক ওয়েবসাইট ব্লক করার নির্দেশ দিয়েছে সরকার।

#নয়াদিল্লি: বিশ্বের নানা প্রান্ত থেকে এর মধ্যে অতীতে একাধিকবার অভিযোগ উঠেছে যে পর্নোগ্রাফি ওয়েবসাইটগুলি আদতে মহিলাদের সম্মানের পরিপন্থী। সেখানে এমন বিষয়বস্তু নিয়ে জনতাকে অনুপ্রাণিত করা হয়, যা সমাজের পক্ষে ক্ষতিকর বলে সাব্যস্ত হতে পারে। অনেক সময়ে এ হেন অভিযোগের মুখে নানা প্রাপ্তবয়স্ক ওয়েবসাইট তাদের কনটেন্ট মুছে দিতেও বাধ্য হয়েছে।
মহিলাদের শালীনতা রক্ষায় এবার দেশের সরকার এক কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। ইন্টারনেট কোম্পানিগুলিকে আদালতের আদেশ অনুসরণ করে এবং ২০২১ সালে জারি করা নতুন আইটি নিয়ম লঙ্ঘনের জন্য ৬৭টি পর্নোগ্রাফিক ওয়েবসাইট ব্লক করার নির্দেশ দিয়েছে সরকার।
ইন্টারনেট পরিষেবা সরবরাহকারীদের কাছে পাঠানো একটি ই-মেলে, টেলিকম বিভাগ পুণে আদালতের আদেশের ভিত্তিতে ৬৩টি ওয়েবসাইট ব্লক করতে বলেছে এবং উত্তরাখণ্ড হাই কোর্টের আদেশ এবং ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রণালয় নির্দেশের ভিত্তিতে ৪টি ওয়েবসাইট ব্লক করতে বলেছে। এই সব ওয়েবসাইটে এমন অনেক অশ্লীল ভিডিও এবং ছবি দেখা যেত, যেগুলি কারও অনুমতি ছাড়াই ওয়েবসাইটে ব্যবহৃত হয়েছিল।
advertisement
advertisement
আরও পড়ুন - Facebook-এ এই ভুলগুলি কখনও করেননি তো? সাবধান হন, নয় তো হাজত বাস পাক্কা
তথ্য প্রযুক্তি (ইন্টারমিডিয়ারি গাইডলাইনস অ্যান্ড ডিজিটাল মিডিয়া এথিক্স কোড) বিধিমালা, ২০২১-এর নিয়ম ৩(২)(বি) অনুসারে এবং উত্তরাখণ্ড হাই কোর্টের আদেশকে মাথায় রেখে ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রণালয় ইন্টারনেট পরিষেবা সরবরাহকারীদের কয়েকটি অশ্লীল ভিডিও এবং ছবি যুক্ত ওয়েবসাইট এবং ইউআরএলগুলিকে অপসারণ বা ব্লক করার নির্দেশ দিয়েছে। এই সব ওয়েবসাইট বা পোর্টাল মহিলাদের শালীনতার ভাবমূর্তিকে কলঙ্কিত করে এবং তাদের শালীনতার ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা করে, অনাকাঙ্ক্ষিত ভিডিও বা ছবি প্রকাশের মাধ্যমে। ২৪ সেপ্টেম্বর এর টেলিকম বিভাগ কর্তৃক নির্গত আদেশে এ ব্যাপারে স্পষ্ট করে বলা হয়েছে৷
advertisement
আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে
ভারতে নিষিদ্ধ পর্ন সাইটের মধ্যে রয়েছে-- ‘indianporngirl’, ‘aggmaal’, ‘mmsbee’, ‘desi52’, ‘crazy18movies’, ‘ymlporn7’, ‘xxxindianporn2’, ‘goindian2’, ‘desixxxtube2’, ‘anybunny’, ‘pornolienx’ সাইট। ‘porndor’, ‘dalporn', ‘homeindiansex’, ‘freeindianporn3’, ‘ruperttube’ ,‘pornkashtan’, ‘desixnxx’, ‘indiansexmovies’, ‘desisexy2’, ‘fullindiansex’ ।পাশাপাশি, নিষিদ্ধ করা হয়েছে ‘indiancloud’, ‘redxxx’, ‘pornolaba’, ‘eutbeth’, ‘januflix’, ‘kaamuu’, ‘xnxx’, ‘megapornx’, ‘desijugar’ ,‘nudedesiactress’, ‘onlyindianporn2’, ‘freesexyindians’, ‘indianfuck2’,pornmaster’, ‘hifiporn’, ‘indiapornfilm2’ , ‘indiansexy2’, ‘sexvideosxxx’, ‘watchhindiporn2’, ‘porngif’, ‘mypornsnap’, ‘x-porn’, ‘rhdtube’, ‘indianporngirl’, ‘masaladesi’, ‘jerjer’, ‘hdjerjer’, ‘crazy18movies’ ‘auntymaza’।
advertisement
ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রণালয় দ্বারা নিয়ে আসা আইটি নিয়ম ২০২১ অনুসারে আইটি কোম্পানিগুলিকে তাদের দ্বারা হোস্ট করা, সঞ্চিত বা প্রকাশিত সামগ্রীর মধ্যে যদি কোনও ব্যক্তিকে সম্পূর্ণ বা আংশিক নগ্ন দেখায় বা কোনও যৌন কাজ বা আচরণে কোনও ব্যক্তিকে দেখায় তাহলে আইটি কোম্পানিগুলি সেই সব সামগ্রী মুছে দিতে বাধ্য থাকবে। ওয়েবসাইটে ছদ্মবেশী বা কৃত্রিমভাবে রূপান্তরিত ছবি বা ভিডিও থাকলেও একই পদক্ষেপ নিতে বাধ্য থাকবে আইটি কোম্পানিগুলি।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
আইন উল্লঙ্ঘন, আরও ৬৭ পর্ন ওয়েবসাইট ব্লক করল ভারত সরকার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement