Facebook-এ এই ভুলগুলি কখনও করেননি তো? সাবধান হন, নয় তো হাজত বাস পাক্কা

Last Updated:

Facebook Tips: বলতে বাধা নেই- উল্টোপাল্টা ফেসবুকের ব্যবহার জেলের হাওয়া খাইয়ে দিতে পারে

Facebook Tips:  ফেসবুক নিসন্দেহে সবথেকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া। ফেসবুকের মাধ্যমে দূরের বন্ধু বা পরিবারের সঙ্গে সহজেই মিশে থাকতে পারি আমরা। তবে অনেক বার ফেসবুকের ভুল ব্যবহার শুধুমাত্র আমাদের জন্য যে ক্ষতিকর হতে পারে তাই নয়, হাজত বাসের পথও খুলে দিতে পারে।
সত্যি বলতে, সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। দিনে একবার অন্তত ফেসবুক না খুললে যেন ভাত হজম হয় না। ফেসবুক নিসন্দেহে সবথেকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া। ফেসবুকের মাধ্যমে দূরের বন্ধু হোক বা পরিবারের সদস্য- চাইলেই দেখা করা যায়। দূরে থাকলেও তাঁদের অভাব বোধ হয় না, মিশিয়ে নেওয়া যায় নিজের জীবনের সঙ্গে।
advertisement
যদিও, অনেকবার ফেসবুকের ভুল ব্যবহার আমাদের জন্য ক্ষতিকর হতে পারে। বলতে বাধা নেই- উল্টোপাল্টা ফেসবুকের ব্যবহার জেলের হাওয়া খাইয়ে দিতে পারে।
advertisement
আরও পড়ুন - ল্যাপটপ ON থাকা অবস্থাতে হাতে নিয়ে ঘোরাঘুরি করেন? হতে পারে মারাত্মক ক্ষতি
বিভ্রান্তিমূলক মন্তব্য থেকে দূরে থাকা বাঞ্ছনীয় -
ফেসবুকে সচরাচর অনেক বিভ্রান্তিমূলক মন্তব্য বা পোস্ট দেখা যায়। মনে রাখা দরকার, এই সব পোস্ট ভুলেও শেয়ার করা যাবে না। এড়িয়ে চলতে হবে ধার্মিক মন্তব্য বা পোস্টও। আসলে অনেক সময়েই অনেকে কিছু না ভেবেচিন্তে যে কোনও মন্তব্য বা পোস্ট শেয়ার করে দেন বা ফরওয়ার্ড করে দেন। মনে রাখতে হবে যে বিভ্রান্তিমূলক মন্তব্য একেবারেই করা বা শেয়ার করা যাবে না।
advertisement
মেয়েদের কখনওই উত্যক্ত করা যাবে না -
মনে রাখা খুবই গুরুত্তপূর্ণ যে, ফেসবুকে কখনই কোনোও মহিলাকে ভুল বার্তা, ছবি বা ভিডিও পাঠানো ঠিক নয়। তিনি পুলিশের কাছে অভিযোগ করলে, হাজত বাস থেকে কেউ আটকাতে পারবে না।
advertisement
এমন কোনও মন্তব্য বা পোস্ট করা যাবে না, যাতে কারও ধর্মীয় অনুভূতি আহত হয়।
নকল লিঙ্ক একদম না -
কোন নতুন সিনেমার নকল ভিডিও বেচা বা শেয়ার করা দুই-ই অপরাধ। তাই ফেসবুক হোক বা অন্য মাধ্যম, সিনেমার নকল ভিডিওর লিঙ্ক কখনওই শেয়ার করা যাবে না। না হলে জেল এবং জরিমানা দুই-ই হতে পারে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Facebook-এ এই ভুলগুলি কখনও করেননি তো? সাবধান হন, নয় তো হাজত বাস পাক্কা
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement