আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোনের চেহারা বদলে যাবে! বড় ঘোষণা Google-এর
- Published by:Suman Majumder
- trending desk
Last Updated:
Android: ২০২৩ সালের ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে Google বেশ কিছু বড় ফিচার আনার কথা ঘোষণা করেছে।
কলকাতা: এবার বড়সড় বদল আসতে চলেছে স্মার্টফোনে। বদলে যেতে পারে ব্যবহারের অভিজ্ঞতা। আসলে অ্যান্ড্রয়েডের জন্য কিছু ফিচার আনতে চলেছে Google।
স্পেনের বার্সেলোনা শহরে ২০২৩ সালের ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস চলছে এই সময়। সেখানেই Google বেশ কিছু বড় ফিচার আনার কথা ঘোষণা করেছে। এই ফিচারগুলি অ্যান্ড্রয়েড-সহ সমস্ত ক্ষেত্রেই পাওয়া যেতে পারে। এর মধ্যে কিছু ফিচার শীঘ্রই লঞ্চ করা হবে।
আবার কিছু ফিচার আসতে একটু দেরি হবে। তবে আগামী দিনে সমস্ত স্তরের ব্যবহারকারীই এগুলির স্বাদ পাবেন। দেখে নেওয়া যাক কী কী ফিচার বদলাতে পারে—
advertisement
advertisement
Google Meet:
Google জানিয়ে দিয়েছে, এবার থেকে আরও বেশি অ্যান্ড্রয়েড মোবাইল ডিভাইসে Google Meet-এর ‘নয়েজ ক্যানসেলেশন’ ফিচার পাওয়া সম্ভব হবে। এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা কলের সময় ব্যাকগ্রাউন্ড সাউন্ড দূর করতে পারবেন।
Google Keep:
মোবাইল কংগ্রেসের মঞ্চ থেকে Google জানিয়েছে, তারা শীঘ্রই এমন ফিচার আনতে চলেছে যাতে একটি একক নোট উইজেটের মাধ্যমে ব্যবহারকারী সহজেই নোট পরিচালনা করতে পারেন। সেই সঙ্গে হোম স্ক্রিন থেকেই তাঁরা করণীয় তালিকাটি পরীক্ষা করতে পারবেন। এই উইজেট-টি ব্যাকগ্রাউন্ডের রঙ প্রদর্শন করবে সঙ্গে রিমাইন্ডারও দেবে।
advertisement
Google Drive:
ব্যবহারকারীরা এবার স্টাইলাস ব্যবহার করতে পারবেন। অ্যান্ড্রয়েড ডিভাইসে Google Drive অ্যাপে পিডিএফ একত্রিত করতে পারবেন। এছাড়াও, নিজের ট্যাবলেট বা ফোনে গুরুত্বপূর্ণ পাঠ্য সংরক্ষণ করতে হাইলাইটার টুল ব্যবহার করতে পারেন।
Chrome:
Google-এর তরফে দাবি করা হয়েছে, এবার থেকে ব্যবহারকারীরা সহজেই Chrome-এ বিষয়বস্তুর আকার বাড়াতে সক্ষম হবেন। এর মধ্যে পাঠ্য, ছবি, ভিডিও এবং ইন্টারেক্টিভ কন্ট্রোলও অন্তর্ভুক্ত থাকবে। এগুলি ৩০০ শতাংশ পর্যন্ত বাড়ানো যেতে পারে।
advertisement
Google Wallet:
Google ওয়ালেট অ্যাপ অ্যান্ড্রয়েডে নতুন অ্যানিমেশন পাবে। Google জানিয়েছে যে নতুন ‘ট্যাপ টু পে অ্যানিমেশন’ আগামী সপ্তাহে Google ওয়ালেটে আসছে। এটি ব্যবহারকারীদের ইন-স্টোর লেনদেন নিশ্চিত করতে সহায়তা করবে।
নতুন ইমোজি:
view commentsGoogle জানিয়েছে, এবার থেকে নতুন ইমোজি সংমিশ্রণ করা যাবে ইমোজি কিচেনে। এতে ব্যবহারকারীরা জি বোর্ডের মাধ্যমে ম্যাশ আপ, রিমিক্স এবং স্টিকার হিসাবে সেগুলি শেয়ার করতে পারবেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
March 02, 2023 2:30 PM IST

