দিনের কোন সময় চার্জ দিলে সুস্থ থাকবে আপনার মোবাইলের ব্যাটারি! জেনে নিন

Last Updated:

Smartphone battery: একটি আধুনিক ফোনের ব্যাটারির (লিথিয়াম-আয়ন) আয়ু ২ থেকে ৩ বছর থাকে। উৎপাদকরা প্রায় ৩০০ থেকে ৫০০ টি চার্জ সাইকেলের কথা বলে থাকেন।

কলকাতা: সব সময় ফোনের ব্যাটারি ১০০ শতাংশ থাকা ভাল—এমনটা মনে করেন অনেকেই। তাই, সামান্য ব্যবহারের পরই তাঁরা চার্জিং করতে শুরু করেন। সারা দিন চার্জ দিয়ে রাখেন নিজের ফোনে। কিন্তু আদৌ কি ঠিক হচ্ছে কাজটা, জেনে নেওয়া যাক বিস্তারিত—
ফোনের ব্যাটারির লাইফ সাইকেল:
প্রযুক্তি তার জাল এমন বিস্তার করে ফেলেছে যে মুঠোবন্দি মোবাইল ফোনটিকে ছাড়া এক মুহূর্ত কাটানো অসম্ভব হয়ে যাচ্ছে। আর এই ফোনটির প্রাণ হল ব্যাটারি। ব্যাটারি অকেজো হলে যাবতীয় কাজ বন্ধ হয়ে যেতে পারে যে কোনও মানুষের। কোনও মানুষই চান না তাঁর ফোনের ব্যাটারি একেবারে নিঃশেষিত হয়ে যাক। কিন্তু চার্জ সম্পূর্ণ রাখার জন্য বারবার চার্জিং করাও ঠিক নয়। এতে ব্যাটারির আয়ু কমে।
advertisement
লিথিয়াম আয়ন ব্যাটারির আয়ু:
advertisement
বারবার চার্জে রাখলে ব্যাটারির স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়ে। সাধারণত, একটি আধুনিক ফোনের ব্যাটারির (লিথিয়াম-আয়ন) আয়ু ২ থেকে ৩ বছর থাকে। উৎপাদকরা প্রায় ৩০০ থেকে ৫০০ টি চার্জ সাইকেলের কথা বলে থাকেন। এর পরে, ব্যাটারির ক্ষমতা প্রায় ২০ শতাংশ কমে যেতে পারে।
ব্যাটারির দুর্বলতা:
ফলে বোঝাই যাচ্ছে একটি নির্দিষ্ট সময়ের পর ব্যাটারির জীবনী শক্তি কমে আসবে। যাঁরা সামান্য ব্যবহারের পরই ফোন চার্জে বসাতে শুরু করেন তাঁরা আসলে ভুল করছেন। কারণ, ৫০০ বার পর্যন্ত চার্জ করা হয়ে গেলে ব্যাটারির আয়ু ২০ শতাংশ কমে যেতে পারে।
advertisement
৪০ থেকে ৮০-র নিয়ম:
ফোন ব্যাটারির সুস্বাস্থ্যের জন্য ৪০-৮০ নিয়ম মেনে চলতে বলা হয়। অপ্টিমাইজ করা ব্যাটারি লাইফের জন্য, কোনও ফোন কখনই ৪০ শতাংশের নিচে বা ৮০ শতাংশের বেশি চার্জ দেওয়া উচিত নয়।
অতিরিক্ত চার্জ ঠিক নয়:
স্মার্টফোনের ব্যাটারি ১০০ শতাংশ পর্যন্ত চার্জ করাও এর স্বাস্থ্যের জন্য ভালো নয়। একটি লিথিয়াম-আয়ন ব্যাটারি সম্পূর্ণরূপে চার্জ না করাই ভাল।
advertisement
আসল চার্জার ব্যবহার:
অনেকেই বিভিন্ন ধরনের চার্জার দিয়ে ফোন চার্জ করেন। এটা ভুল। ফোনটি সব সময় তার নিজস্ব চার্জার দিয়ে চার্জ করা উচিত।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
দিনের কোন সময় চার্জ দিলে সুস্থ থাকবে আপনার মোবাইলের ব্যাটারি! জেনে নিন
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement