ফোনের কভার থেকে আইফোন, নামমাত্র দামে পাবেন ফ্লিপকার্টের এই সেলে

Last Updated:

Flipkart Sale: ফ্লিপকার্ট সেল। প্রচুর জিনিস পাবেন খুব সস্তায়।

#কলকাতা: শুরু হতে চলেছে ফ্লিপকার্টের বিগ বাচত সেল! গতকালই এই অনলাইন জায়ান্ট প্ল্যাটফর্ম ঘোষণা করেছে আগামী ৬ জানুয়ারি, ২০২৩ তারিখ থেকে ফ্লিপকার্টের এই সেল শুরু হতে চলেছে।
সেল শেষ হবে ৮ জানুয়ারিতে। এই সেলে গ্রাহকদের বিনামূল্যে ডেলিভারি, কম দাম এবং দ্রুত রিটার্নের মতো আরও নানা সুবিধা দেওয়া হবে। এর জন্য ফ্লিপকার্টে একটি মাইক্রোসাইটও লাইভ করা হয়েছে। সেলের মধ্যে গ্রাহকদের ধামাল ডিলের আওতায় প্রতিদিন ১২টা, ৮টা এবং সন্ধ্যা ৪টার সময় নতুন ডিল দেওয়া হবে।
এছাড়া লুট বাজারের অধীনে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টার মধ্যে গ্রাহকদের কাছে সর্বনিম্ন মূল্যে প্রোডাক্ট ডেলিভারি করা হবে। এছাড়াও কম্বো ডিলের অফার শুরু হচ্ছে ১২টা, ৮টা এবং সন্ধ্যা ৪টা থেকে। গ্রাহকরা এখনই নিজেদের পছন্দ অনুযায়ী কেনাকাটার লিস্ট তৈরি করে রাখতে পারেন।
advertisement
advertisement
আরও পড়ুন- ৫১ হাজার টাকার স্মার্টফোন মাত্র ৫,৭৭২ টাকায়! কীভাবে কিনবেন জেনে নিন
এবারের ফ্লিপকার্ট সেলে কিচেন অ্যাপ্লায়েন্সের ওপরেও থাকছে আকর্ষণীয় ছাড়। এছাড়াও ইলেকট্রনিক দ্রব্যের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ল্যাপটপে ন্যূনতম ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।
এছাড়াও গ্রাহকরা নিজেদের পছন্দ অনুযায়ী হেডফোন এবং স্পিকার কিনতে পারেন যা শুরু হচ্ছে ৩৯৯ টাকা থেকে। শুধু তাই নয় গ্রাহকরা, ১৯৯ টাকারও কম মূল্যে মোবাইল কভার এবং ৯৯ টাকারও কম মূল্যে স্ক্রিন গার্ডের মতো নানা আকর্ষণীয় জিনিস কিনতে পারেন।
advertisement
টিভি ও অ্যাপ্লায়েন্সে ছাড়
গ্রাহকরা মাত্র ৭ হাজার ৪৯৯ টাকার প্রাথমিক মূল্যে স্মার্ট টিভিও কিনতে পারেন। এছাড়াও গ্রাহকরা ২৯৯ টাকা থেকে শুরু করে কিচেনের নানা অ্যাপ্লায়েন্স সেটও কিনতে পারেন।
কিচেন অ্যাপ্লায়েন্স ছাড়াও ফ্রিজের ওপর ৫৫% পর্যন্ত ছাড় উপলব্ধ রয়েছে৷ এছাড়াও ওয়াশিং মেশিনের ওপরও গ্রাহকরা ৬০% পর্যন্ত পাবেন এই বিগ বাচত সেলে।
advertisement
আরও পড়ুন- রোবট করবে ঘরের কাজ, আপনি ঘুরবেন মাল্টিভার্সে, ২০২৩-এ বাজার কাঁপাতে পারে এই গ্যাজেটগুলো!
সেলের লাইভ ব্যানার থেকে জানা গিয়েছে অন্যান্য ইলেকনিক পণ্যের পাশাপাশি খুব কম দামে গ্রাহকরা দামি ব্র্যান্ডের মোবাইলও কিনতে পারবেন। তবে এখনও পর্যন্ত এই নিয়ে ফ্লিপকার্টে প্রকাশ্যে কিছু জানানো হয়নি, কোম্পানি তার ‘Revealing Soon’ ব্যানারে শুধুমাত্র সম্ভাব্যতার কথা জানিয়েছে। ব্যানারটিতে যে কোম্পানির স্মার্টফোন দেখানো হচ্ছে তার মধ্যে Realme, Poco, Samsung এবং iPhone-এর মতো নামি-দামি বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ফোনের কভার থেকে আইফোন, নামমাত্র দামে পাবেন ফ্লিপকার্টের এই সেলে
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement