৫১ হাজার টাকার স্মার্টফোন মাত্র ৫,৭৭২ টাকায়! কীভাবে কিনবেন জেনে নিন

Last Updated:

Vivo X80: এবারের ডিলে সেরা চমক দিচ্ছে ভিভো।

#কলকাতা: সম্প্রতি ফ্লিপকার্টে Vivo Days Sale-এ শুরু হয়েছে লাইভ অফার। ফ্লিপকার্টের এই সেল শুরু হয়েছে গত ২ জানুয়ারি থেকে, গ্রাহকরা আগামী ৬ জানুয়ারি পর্যন্ত অনলাইন কেনাকাটায় আকর্ষণীয় ছাড় পাবেন। এই ফ্লিপকার্ট সেলে গ্রাহকরা খুব সস্তাতেই বাছাই করা সেরা সব স্মার্টফোন কিনতে পারেন।
গ্রাহকরা ৫১ হাজার ৪৯৯ টাকার প্রারম্ভিক মূল্যে Vivo X80 স্মার্টফোন কিনতে পারেন একেবারেই নামমাত্র দামে। কিছু কিছু প্রোডাক্টের আওতায় গ্রাহকরা বেশ বড়সড় মূল্যের ডিসকাউন্টও পেয়ে যেতে পারেন।
আরও পড়ুন- Geyser Buying Guide: শীতে গিজার কিনবেন? মাথায় রাখুন এই পাঁচটি বিষয়
তবে এবারের ডিলে সেরা চমক দিচ্ছে ভিভো। সেল চলাকালীন গ্রাহকরা ৫১ হাজার ৪৯৯ টাকার স্মার্টফোন বাড়িতে নিয়ে আসতে মারেন মাত্র ৫ হাজার ৭২২ টাকায়।
advertisement
advertisement
ফ্লিপকার্ট সেলে প্রতি মাসে মাত্র ৫ হাজার ৭২২ টাকার ইএমআই-তেই বাড়িতে আনতে পারেন আকর্ষণীয় স্মার্টফোন৷ এছাড়া এক্সচেঞ্জ অফারেও গ্রাহকরা এই ফোন কিনতে পারবেন। এক্সচেঞ্জের আওতায় এই ফোনে ২১ হাজার ৪০০ টাকার ছাড় দেওয়া হচ্ছে।
Vivo X80 স্মার্টফোনটিতে রয়েছে একটি ৬.৭৮ ইঞ্চির ফুল HD + 3D কার্ভড AMOLED ডিসপ্লে এবং এরই সঙ্গে এতে থাকছে 2400x1080 পিক্সেল রেজোলিউশন। এইচডি ডিসপ্লে সহ এতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট এবং 240Hz-এর টাচ স্যাম্পলিং রেট। 1000 nit-এর হায়েস্ট ব্রাইটনেস লেভেল ফিচার সহ এতে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সুবিধে রয়েছে।
advertisement
প্রসেসর হিসেবে এই ফোনটিতে MediaTek Dimensity 9000 চিপসেট ব্যবহার করা রয়েছে। ফোনটি আপাতত দুটি ভিন্ন ভিন্ন রঙের বিকল্পে গ্রাহকরা কিনতে পারেন, যেমন কসমিক ব্ল্যাক এবং আরবান ব্ল্যাক। ওএস সম্পর্কে বলতে হলে এতে রয়েছে Android 12 বেসড Funtouch OS 12 ফিচার।
ক্যামেরা হিসেবে ফোনটিতে এলইডি ফ্ল্যাশ সহ তিনটি ক্যামেরার সুবিধে দেওয়া রয়েছে। এর মধ্যে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার পাশাপাশি এতে একটি ১২ মেগাপিক্সেল ক্যামেরাও যুক্ত রয়েছে। এছাড়াও এতে সেলফির জন্য একটি ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন- BSNL-এর ধামাকা অফার; ৫০ টাকার কমেই পাওয়া যাবে কলিং এবং ডেটার সুবিধা
হাই রেজোলিউশন ক্যামেরার পাশাপাশি এতে একটি 4500mAh ব্যাটারি রয়েছে এবং এটি 80W সহ ফাস্ট চার্জিং সাপোর্টের সাহায্যে অত্যন্ত দ্রুত চার্জ করা যাবে। কানেকটিভিটির জন্য এতে Wi-Fi, Bluetooth 5.3, USB Type-C এবং GPS-এর মতো অপশনও দেওয়া রয়েছে। সব মিলিয়ে আকর্ষণীয় ছাড়ে স্মার্টফোন কিনতে হলে Vivo X80 স্মার্টফোনটি গ্রাহকদের জন্য অন্যতম সেরা ডিল প্রমাণিত হতে পারে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
৫১ হাজার টাকার স্মার্টফোন মাত্র ৫,৭৭২ টাকায়! কীভাবে কিনবেন জেনে নিন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement