Geyser Buying Guide: শীতে গিজার কিনবেন? মাথায় রাখুন এই পাঁচটি বিষয়

Last Updated:

Geyser Buying Guide: যাঁরা গিজার বা ওয়াটার হিটার কেনার কথা ভাবছেন তাঁরা পাঁচটি টিপস মেনে চলতে পারেন।

ভারতবর্ষ এমন এক দেশ যেখানে ছ’টি ঋতুর পরিবর্তন বেশ ভাল ভাবেই বোঝা যায়। শহরাঞ্চলে অবশ্য দূষণের কারণে ছ’টি ঋতুর আভাস মেলে না। তবে শীত ও গ্রীষ্মের প্রবল বৈপরীত্য তো ব্যাপক প্রভাব ফেলে জনজীবনে।
এই যেমন গ্রীষ্ম শুরুর আগেই হইহই পড়ে যায় বৈদ্যুতিন পাখা, এসি কেনার বা তা ঝাড় পোঁছ করার, তেমনই শীত শুরু হওয়ার আগেই মানুষ ঠান্ডার হাত থেকে খানিকটা রেহাই পেতে চেষ্টা করেন। আর শীতের অন্যতম প্রয়োজনীয় বৈদ্যুতিন যন্ত্র হল ওয়াটার হিটার এবং গিজার।
কিন্তু ঠিক কেমন হওয়া উচিত, কোন কোন বিষয় দেখে নেওয়া উচিত কেনার আগে, তা নিয়ে যথেষ্ট বিভ্রান্তি থাকে মানুষের মধ্যে। ফলে যাঁরা গিজার বা ওয়াটার হিটার কেনার কথা ভাবছেন তাঁরা পাঁচটি টিপস মেনে চলতে পারেনতাতে শুধু অর্থ সাশ্রয় হবে তাই নয়, সঠিক যন্ত্রটিও পাওয়া যেতে পারে—
advertisement
advertisement
বর্তমানে দুই ধরনের গিজার পাওয়া যায়— ইলেকট্রিক গিজার ও গ্যাস গিজার। বৈদ্যুতিক গিজারের তুলনায় গ্যাস গিজার সাশ্রয়ী। এতে বিদ্যুৎ খরচ কম হয়। তবে প্রযুক্তিগত দিক থেকে দেখতে গেলে বৈদ্যুতিন গিজার উন্নত। এতে অনেক অপশনও থাকে।
advertisement
বাজেট অনুযায়ী বাছাই—
যে কোনও কিছু কেনার আগে বাজেট মাথায় রাখা খুবই জরুরি বিষয়। বাজেটের বাইরে গিয়ে কোনও কিছু কিনে ফেললে পরবর্তীকালে সঙ্কট দেখা দিতে পারে। বাজেট কম থাকলে শুধু ইলেকট্রিক গিজার কেনা যেতে পারে। গ্যাস গিজারের দাম একটু বেশি। এতে অপশনও কম থাকে।
advertisement
স্থানীয় সংস্থার গিজার ওয়াটার হিটার কিনলে কয়েক হাজার টাকা সাশ্রয় করা যেতে পারে। কিন্তু এই ধরনের গিজার ব্যবহার করলে বিদ্যুৎ খরচ এত বেশি হয় যে সেখানে হাজার হাজার টাকা খরচ হয়ে যেতে পারে। শুধু সঠিক ব্র্যান্ড নির্বাচন কর খুব জরুরি। সে জন্য অনলাইন পর্যালোচনা করে দেখা যেতে পারে। তা ছাড়া, গিজার ওয়াটার হিটারের উপরে অঙ্কিত রেটিং দেখে নিতে হবে।
advertisement
নিজের প্রয়োজন—
প্রথমেই নিজের প্রয়োজন বুঝে নিতে হবে। আমাদের দেশে বেশির ভাগ মানুষ স্নানের জন্য গিজার কিনে থাকেন। কিন্তু অনেকেই রান্নাঘর এবং অফিসেও ব্যবহার করেন। সে ক্ষেত্রে রঙ এবং নকশার পাশাপাশি আকারের দিকেও মনোযোগ দেওয়া দরকার।
বাড়ির সদস্যদের কথা মাথায় রাখা দরকার—
গিজার কিনে ফেলার আগে বাড়ির সদস্যদের সংখ্যা গণনা করে নিতে হবে। দু’জনের পরিবার হলে ৫ লিটারের গিজার দিয়ে কাজ হতে পারে। কিন্তু পরিবারে যদি ৫ বা তার বেশি সদস্য থাকেন, তা হলে অবশ্যই ২০-২৫ লিটারের গিজার নেওয়া উচিত।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Geyser Buying Guide: শীতে গিজার কিনবেন? মাথায় রাখুন এই পাঁচটি বিষয়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement