Child Rights Toll Free Number : গোপন থাকবে পরিচয়, হোয়াটসঅ্যাপেই শিশুপাচার, বাল্যবিবাহ, শিশুশ্রম-সহ একাধিক গুরুতর বিষয়ে জানানো যাবে অভিযোগ
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Child Rights Toll Free Number : এবার হোয়াটসঅ্যাপ করেই জানানো যাবে শিশু অধিকার লঙ্ঘনের ঘটনা। এমন কথাই জানিয়েছে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ।
নবাব মল্লিক, দক্ষিণ ২৪ পরগনা: এ বার হোয়াটসঅ্যাপ করেই জানানো যাবে শিশু অধিকার লঙ্ঘনের ঘটনা। এমন কথাই জানিয়েছে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। হোয়াটস্যাপ নম্বরটি হল ৯৮৩৬৩০০৩০০ । এই নম্বরে হোয়াটসঅ্যাপ করেই জানাতে হবে সমস্যার কথা। ফোন করা যাবে না কখনওই। ২৪ ঘণ্টাই এই পরিষেবা চালু থাকবে। দক্ষিণ ২৪ পরগনা সহ গোটা রাজ্যেই এ নিয়ে প্রচার চালাবে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। ঠিক কী কী জানানো যাবে এই নম্বরে? মূলত শিশুপাচার, বাল্যবিবাহ, শিশুশ্রম-সহ একাধিক গুরুতর বিষয়ে অভিযোগ জানানো যাবে এখানে। সেই সঙ্গে শিশুকে স্কুল পাঠানো বন্ধ করে দেওয়া, ভয় দেখানো-সহ একাধিক সমস্যাও জানানো যাবে এখানে।
আরও পড়ুন : সোশ্যাল মিডিয়ার দৌলতে ব্যবসায় আকাশছোঁয়া সাফল্য! কপাল খুলে গেল কলেজ পাশ টুম্পার
যা একটি নজির সৃষ্টি করবে জনমানসে, এমনটাই মনে করছেন উদ্যোক্তারা। ঘটনাস্থল থেকে অনেকসময় ফোন করতে অসুবিধা হয় অনেকের। সেক্ষেত্রে নিঃশব্দে হোয়াটস্যাপ করলেই কাজ হবে। এই বিষয়ের ক্ষেত্রে যে বা যাঁরা তথ্য দেবেন, তাঁদের তথ্য কাউকে জানানো হবে না পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের পক্ষ থেকে। এ নিয়ে নিবিড় প্রচারের লক্ষ্য নিয়েছে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। এখন দেখার কতটা ফলপ্রসূ হয় এই পরিকল্পনা।
Location :
Kolkata,West Bengal
First Published :
January 23, 2024 5:22 PM IST