Business Plan: সোশ্যাল মিডিয়ার দৌলতে ব্যবসায় আকাশছোঁয়া সাফল্য! কপাল খুলে গেল কলেজ পাশ টুম্পার

Last Updated:

Business Plan: নিজের এক বান্ধবী এবং বোন কে সঙ্গে নিয়ে ব্যবসায় নেমে পড়েন তিনি। ওই এলাকার সবার গায়েই এখন টুম্পার হাতের তৈরি সোয়েটার মাফলার ।

+
টুম্পার

টুম্পার হাতে বোনা উলের সোয়েটার 

অনির্বাণ রায়, শিলিগুড়ি : সোশ্যাল মিডিয়ার সাহায্যে ব্যবসার নতুন দিগন্ত খুঁজে পাচ্ছেন  শিলিগুড়ি ফাড়াবাড়ি এলাকার বাসিন্দা টুম্পা রায়। তাঁর দৌলতে আজ তার এলাকা তথা শিলিগুড়ির অনেক মানুষ হারিয়ে যেতে বসা উলের পোশাক পরতে পারছেন। আজ নানা ধরনের শীতের পোশাক হাতের মুঠোয় ৷ আজ কালকার ছেলেমেয়েরা স্মার্ট শীতের পোশাক ছেড়ে আর মা-দিদিমার হাতে বোনা সোয়েটার পরতে চায় না ৷ হাতে বোনা ভালবাসামাখা উলের পোশাক নিয়ে, তাঁদের যে কোনও নস্টালজিয়া নেই৷ সেই নস্টালজিয়াকে হাতিয়ার করেই সামনের পথ চলা আরও সুদৃঢ় করছেন টুম্পা।
দু’ বছর হয়েছে কলেজ পাশ করছেন টুম্পা। তবে কিছু কারণের জন্য পরবর্তীতে পড়াশোনা করা হয়নি। তবে নিজের কিছু করার ইচ্ছে ছিল তাঁর। সেই থেকেই হারিয়ে যাওয়া উলের পোশাক তৈরির ভাবনা আসে। তার পর নিজের এক বান্ধবী এবং বোনকে সঙ্গে নিয়ে ব্যবসায় নেমে পড়েন তিনি। ওই এলাকার অনেকের গায়েই এখন টুম্পার হাতে বোনা সোয়েটার মাফলার । কিন্তু ব্যবসা এক জায়গায় আটকে থাকলে কী করে হয়? তাই সোশ্যাল মিডিয়ায় তিনি তাঁর তৈরি জিনিসগুলি ছবি দিয়ে বিক্রি শুরু করেন । তার পর আর পেছন ফিরতে হয়নি তাঁকে। এখন দিব্যি ব্যবসা দৌড়চ্ছে তাঁর।
advertisement
আরও পড়ুন : বাংলার এই জেলাগুলিতে শৈত্যপ্রবাহের সতর্কতা! জানুন কোন পরিস্থিতিকে শৈত্যপ্রবাহ ও শীতল দিন বলে
টুম্পা বলেন, ‘‘ আমি বাড়ির কাজ করার পাশাপাশি সময়ের ফাঁকে ফাঁকেই এই উলের সোয়েটার, মাফলার তৈরির কাজ করি। আমার পাড়ার বহু লোকের গায়ে এখন আমার তৈরি জামাকাপড় রয়েছে। প্রত্যেকেই খুব পছন্দ করছেন।”
advertisement
advertisement
তিনি আরও বলেন, “আমার ইচ্ছে রয়েছে আমার একটা ক্লাস খুলে সকলকে উল বুনতে শেখাব।” তাঁর কথায় সোশ্যাল মিডিয়ার জেরে তাঁর তৈরি জামাকাপড় শিলিগুড়ির একাধিক জায়গায় গিয়েছে। আগামীতে তার এই ব্যবসাকে বড় আকারে করার পরিকল্পনা রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Business Plan: সোশ্যাল মিডিয়ার দৌলতে ব্যবসায় আকাশছোঁয়া সাফল্য! কপাল খুলে গেল কলেজ পাশ টুম্পার
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement