BSNL-এর দুর্দান্ত অফার! মাত্র ২৭৫ টাকায় ৩৩০০ জিবি ডেটা-সহ আনলিমিটেড কল

Last Updated:

২৭৫ টাকার দুটি প্ল্যান এবং ৭৭৫ টাকার একটি প্ল্যান রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক এই প্ল্যানের সমস্ত খুঁটিনাটি।

সরকারি টেলিকম কোম্পানি BSNL অর্থাৎ ভারত সঞ্চার নিগম লিমিটেড নিয়ে এসেছে একটি ধামাকাদার ব্রডব্যান্ড প্ল্যান। এই প্ল্যানের মাধ্যমে মাত্র ২৭৫ টাকায় পাওয়া যাবে ৩৩০০ জিবি ডেটা। এছাড়াও ৭৭৫ টাকায় পাওয়া যাবে ২০০০ জিবি ডেটা। ৭৭৫ টাকায় কম ডেটা পাওয়া যাবে এর ইন্টারনেট স্পিডের জন্য। স্বাধীনতা দিবসের জন্য ভারত সঞ্চার নিগম লিমিটেড এই সকল প্ল্যান লঞ্চ করেছিল। এই সকল প্ল্যানের সময়সীমা ছিল ১৫ নভেম্বর। কিন্তু এখন সেই মেয়াদ বাড়িয়ে ১৪ ডিসেম্বর করা হয়েছে।। এর মধ্যে ২৭৫ টাকার দুটি প্ল্যান এবং ৭৭৫ টাকার একটি প্ল্যান রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক এই প্ল্যানের সমস্ত খুঁটিনাটি।
ভারত সঞ্চার নিগম লিমিটেডের ২৭৫ টাকার প্ল্যান -
বিএসএনএলের ২৭৫ টাকায় দুটি ব্রডব্যান্ড প্ল্যান লঞ্চ করেছে। প্রথমে এই প্ল্যান ৪৪৯ টাকার ছিল। এই প্ল্যানে ৩,৩০০ জিবি ডেটা পাওয়া যাবে, যার ইন্টারনেট স্পিড ৩০ এমবিপিএস। এছাড়াও এর ভ্যালিডিটি পুরো হওয়া পর্যন্ত আনলিমিটেড ফ্রি কলের সুবিধা পাওয়া যাবে।। এই প্ল্যানের ভ্যালিডিটি ৭৫ দিন। ভারত সঞ্চার নিগম লিমিটেডের দ্বিতীয় প্ল্যানেও একই রকম সুযোগ-সুবিধা পাওয়া যাবে। কিন্তু সেখানে ইন্টারনেট স্পিড ৬০ এমবিপিএস। ৩৩০০ জিবি ডেটা শেষ হয়ে যাওয়ার পর দুটি প্ল্যানেরই ইন্টারনেট স্পিড কমে ৪ এমবিপিএস হয়ে যাবে।
advertisement
advertisement
আরও পড়ুন: আপনার আইডি দিয়ে ক'টা সিম চলছে? জানতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে
ভারত সঞ্চার নিগম লিমিটেডের সস্তার প্ল্যান -
ভারত সঞ্চার নিগম লিমিটেড এই প্ল্যান আজাদির অমৃত মহোৎসব উপলক্ষে লঞ্চ করেছিল। এই প্ল্যানগুলি ভারত সঞ্চার নিগম লিমিটেডের এন্ট্রি লেভেল ফাইবার ব্রডব্যান্ড প্ল্যানের থেকেও সস্তা। ভারত সঞ্চার নিগম লিমিটেড কোম্পানির রেগুলার এন্ট্রি লেভেল প্ল্যানের মাধ্যমে ৩২৯ টাকায় প্রতি মাসে ১০০০ জিবি ডেটার সুবিধা পাওয়া যায়। ১০০০ জিবি ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে ৪ এমবিপিএস হয়ে যায়। এই প্ল্যানে প্রথম থেকেই ২০ এমবিপিএস ইন্টারনেট স্পিড পাওয়া যায়।
advertisement
ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই প্ল্যান কেনার উপায় -
যে সকল গ্রাহক ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই প্ল্যান কিনতে চান, তাঁদের বিএসএনএলের ওয়েবসাইটে গিয়ে বেছে নিতে হবে নিজেদের পছন্দমতো প্ল্যান। এছাড়া ভারত সঞ্চার নিগম লিমিটেডের যে কোনও অফিসে গিয়ে এই প্ল্যান ক্রয় করা যেতে পারে। যেহেতু এগুলো প্রমোশনাল প্ল্যান, তাই ১৪ ডিসেম্বরের মধ্যে এই প্ল্যান ক্রয় করলে তবেই কেবল এর সুবিধা পাওয়া যাবে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
BSNL-এর দুর্দান্ত অফার! মাত্র ২৭৫ টাকায় ৩৩০০ জিবি ডেটা-সহ আনলিমিটেড কল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement